সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের সীমান্তে অবৈধ পাচার রুখল বিএসএফ (BSF)। দক্ষিণবঙ্গের সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ এবং বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়েছে। চোরাকারবারীদের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দেয় দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ৩২ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা (BSF)।  


বড় সাফল্য বিএসএফ-র


জানা গিয়েছে, অপারেশনের ফলে চারটি বাংলাদেশি পাসপোর্ট-সহ টেপেনটেডলের ১৪৯০ টি স্ট্রিপ বাজেয়াপ্ত করা হয়েছে। এটি শক্তিশালী ব্যথা উপশমকারী। যার আনুমানিক মূল্য  ৫.৪৭ লক্ষ টাকা। ২৯ জানুয়ারি সোমবার সকালে সীমান্ত চৌকি গেদের কর্তব্যরত সতর্ক বিএসএফ সদস্যরা দুই সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের তারকাটার কাছে আসতে দেখেন।


BSF অভিযান চালাতেই চোরাকারবারীরা ভয় পেয়ে ফিরে যায়


এরপর সন্দেহভাজনরা সীমান্ত তারকাটার উপর তাঁদের জিনিসপত্র ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। সতর্ক জওয়ানরা তাদের ধরতে, তাদের দিকে ছুটে আসে, চোরাকারবারীরা ভয় পেয়ে ফিরে যায়। ঘটনাস্থল থেকে ট্যাপেন্টাদল ট্যাবলেট ও বাংলাদেশি পাসপোর্ট-সহ বাজেয়াপ্ত মাদকদ্রব্যের দুটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকদ্রব্য এবং পাসপোর্টগুলি আরও তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বনপুরের কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিপুল পরিমাণ মাদক উদ্ধার


প্রসঙ্গত, এর আগে গাঁজা পাচারের বড়সড় ছক ভেস্তে দিয়েছিল জলপাইগুড়ি জেলা পুলিশের এসওজি ও কোতোয়ালি থানা। সঙ্গে উদ্ধার প্রায় ৩ কুইন্টাল গাঁজা। তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লি এলাকায় জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছিল। গ্রেফতার হয়েছিল দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের এসওজি পুলিশ অফিসার সঞ্জু বর্মনের নেতৃত্বে নজরদারি শুরু করা হয়েছিল। হঠাতই বিবেকানন্দ পল্লি এলাকায় জাতীয় সড়কের উপর একটি পেট্রল-ডিজেলের ট্যাঙ্কার দেখে সন্দেহ হয়েছিল তাদের। সঙ্গে সঙ্গে গাড়িটি বাজেয়াপ্ত করেছিল জলপাইগুড়ি জেলা পুলিশের এসওজি ও কোতোয়ালি থানা। তার পরই দেখা যায়, ওই ট্যাঙ্কারের ভিতর সারি সারি করে সাজানো রয়েছে গাঁজার প্যাকেট। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।


আরও পড়ুন, মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ সেরে ফেরা হল না বাড়ি, 'ট্রেন থেকে পড়ে' মৃত্যু বঙ্গ সন্তানের


ওই ঘটনায় জিতেন্দ্র ওঝা ও বিজয় শঙ্কর নামে দুজনকে ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছেন, অসম থেকে গাঁজা তোলা হয়েছিল। গন্তব্য ছিল কলকাতা। পুলিশের নজর এড়াতে পেট্রল-ডিজেলের ট্যাঙ্কারের আড়ালে সাজিয়ে রাখা হয় প্যাকেটগুলি। যে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, সেটি নাগাল্যান্ডের। ধৃত ২ জনই হাওড়ার বাসিন্দা।