সুদীপ্ত আচার্য ও রঞ্জিত সাউ, কলকাতা: কলকাতার (Kolkata) রাস্তায় ফের পথ দুর্ঘটনা (Road Accident)। এবার স্থান লেকটাউন (Lake Town)। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২টি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের গাড়ি (BSF Vehicle)। বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।                                                     


ভয়াবহ পথদুর্ঘটনা


ফের মহানগর সাক্ষী থাকল ভয়াবহ পথ দুর্ঘটনার। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুটি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের একটি গাড়ি। বিমানবন্দর থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। একটি হলুদ ট্যাক্সি সম্পূর্ণ রূপে দুমড়ে মুচড়ে  গিয়েছে। আহত একাধিক।                                                                            


শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৮জন আহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজন ট্যাক্সির আরোহী, বাকি পাঁচজন বিএসএফের জওয়ান। বিকেল তিনটে নাগাদ বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে ভিআইপি রোড ধরে বিএসএফের গাড়িটি যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রথমে একটি প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে, তারপর ট্যাক্সিতে ধাক্কা মারে। এরপর সেই ট্যাক্সি গিয়ে একটি বাসে ধাক্কা মারে। আহত ট্যাক্সি চালকও। প্রত্যেক আহতকেই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 


জানা যাচ্ছে যে তীব্র গতিতেই ওই গাড়িটি আসছিল। এবং এরপরেই নিয়ন্ত্রণ না রাখতে পেরে লেকটাউনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।


আরও পড়ুন: Suvendu Adhikari: '১ হাজার কোটি টাকার নোট বদল করেছেন, তালিকা আছে', হুঁশিয়ারি শুভেন্দুর 


অন্যদিকে গতকাল, এজেসি বোস উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। দুটি মোটরবাইকের সংঘর্ষে একজন আহত হন। শনিবার সকাল সোয়া ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। SSKM-এর দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে, পাশ দিয়ে যাওয়া বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে আহত হন দ্বিতীয় বাইকের সওয়ারি। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।