ঝিলম করঞ্জাই, কলকাতা : সারা বাংলা চেয়ে রয়েছে তাঁর শারীরিক অবস্থার দিকে। সারা বাংলার সাধারণ মানুষ ও দল-মত নির্বিশেষে রাজনীতিকরা শুভকামনা জানিয়েছিলেন। সকলের শুভেচ্ছা সার্থক করে এখন অনেকটাই সঙ্কট কাটিয়ে উঠেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী  বুদ্ধদেব ভট্টাচার্য ( Buddhadeb Bhattacharjee ) । শারীরিক অবস্থার আরও উন্নতির কথা বলেছেন হাসপাতালের চিকিৎসকরা।


অনেকটাই কমেছে সংক্রমণ : উডল্যান্ডস্ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে অনেকটাই কমেছে সংক্রমণ। গত শনিবার হাসপাতালে ভর্তির সময় বুদ্ধদেব ভট্টাচার্যর সি রিয়্যাকটিভ প্রোটিনের পরিমাণ ছিল সাড়ে ৩০০-র কাছাকাছি। বর্তমানে যা প্রায় স্বাভাবিকের দোরগোড়ায় পৌঁছে গেছে। এর থেকে চিকিৎসকরা মনে করছেন, ফুসফুসে সংক্রমণ অনেকটাই কমার দিকে।


হিমোগ্লোবিনের পরিমাণও বেড়েছে: বুদ্ধবাবুর রক্ত পরীক্ষার ফলাফলে সব প্যারামিটারই প্রায় স্বাভাবিক তিন দিন ধরেই কমছিল তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা। আজ যা স্বাভাবিক। আগের থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিমোগ্লোবিনের পরিমাণও বেড়েছে। তাঁর রাইলস টিউব খুলে মুখ দিয়ে নরম খাবার খাওয়ানোর চেষ্টা করা হবে আজ। এদিন, হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তিনি সজাগ রয়েছে, চিকিৎসক ও যাঁরা তাঁকে দেখতে আসছেন, তাঁদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি।                


 উদ্বেগের কারণ নেই : বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে খবর ছিল, USG করে জানা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুস ও হৃদযন্ত্রের চারপাশে থাকা আস্তরণে সামান্য জল রয়েছে। তবে তা নিয়ে উদ্বেগের কারণ নেই। বৃহস্পতিবার দিনভর প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ছিলেন তাঁর স্ত্রী ও একমাত্র সন্তান। এদিনও বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে আসেন রাজনৈতিক নেতানেত্রীরা। হাসপাতালে সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ছত্তীসগঢ় থেকে কলকাতায় আসেন প্রবীন ফুসফুস বিশেষজ্ঞ ধীমান গঙ্গোপাধ্যায়। বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে তাঁর পরামর্শ নেন চিকিৎসকরা।                  

শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছিল তাঁকে। সেখান থেকে তাঁকে বের করা সম্ভব হল সোমবার দুপুরে। হাসপাতালে তাঁকে দেখতে আসেন তাঁর দলের সহযোদ্ধারা। তেমনই ভিন্ন রাজনৈতিক শিবির থেকেও একের পর এক মানুষ এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে। গত সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 


আরও পড়ুন        


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial