সন্দীপ সরকার, কলকাতা : কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ( Ex-Bengal Chief Minister Buddhadeb Bhattacharjee  )? কয়েকদিন ধরেই উদ্বেগে দিন কাটছে তাঁর অনুগামীদের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা কাটছে না। তাঁকে দেখতে এসেছেন, দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বরা। সোমবার সকালে এল কিছুটা স্বস্তির খবর। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টচার্যর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।


ক্রিয়েটিনিন রিপোর্ট যথেষ্ট ইতিবাচক
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তের সি রিয়্যাকটিভ প্রোটিন রিপোর্ট সন্তোষজনক। রিপোর্টে দেখা যাচ্ছে সংক্রমণ কমেছে অর্ধেকেরও বেশি, খবর হাসপাতাল সূত্রে। বুদ্ধবাবুর ক্রিয়েটিনিন রিপোর্টও যথেষ্ট ইতিবাচক  বলে খবর হাসপাতাল সূত্রে। ফলে এখন তাঁকে স্বাভাবিক মাত্রায় অ্যান্টোবায়োটিক দেওয়া যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। যদিও বেলা ১২টার পর মেডিক্যাল বোর্ড আলোচনায় বসে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

ফুসফুসের সংক্রমণ বাড়ছে না
এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সিটি স্ক্যান করা হয় সকালে। রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করছেন ফুসফুসের সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণ হতে শুরু করেছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে সংক্রমণ এখন 'অরগানাইজিং' পর্যায়ে রয়েছে । রিপোর্ট অনুসারে তাঁর ফুসফুসের সংক্রমণ এখন আর বাড়ছে না। বুকে সংক্রমণের কারণে জল জমার পরিস্থিতিও নেই। তবে, ফুসফুসে ফাইব্রসিস নজরে এসেছে। ফাইব্রসিস সিওপিডি ও পুরনো কোভিডের কারণে হয়ে থাকতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।     

রাজনৈতিক নেতাদের মন্তব্য 
বুদ্ধদেব ভট্টাচার্য কেমন আছেন? কবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন?  জানতে হাসপাতালে যেমন তাঁর সতীর্থরা ভিড় করছেন, তেমনই দেখা যাচ্ছে অন্যান্য দলের রাজনৈতিকদেরও। রবিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে যান বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু। তিনি জানান, কেমন আছ, প্রশ্ন করায় মাথা নেড়েছেন বুদ্ধবাবু। শনিবারের পর রবিবারও হাসপাতালে যান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। সঙ্গে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বুদ্ধবাবুকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হাসপাতালে যান আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও।  তাঁর সুস্থ হয়ে ওঠার খবরের অপেক্ষা করছে গোটা বাংলা।                     


আরও পড়ুন :


'ডবল ইঞ্জিন এরোপ্লেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে বলুন' বিজেপি বিধায়কদের বললেন মুখ্যমন্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial