ঝিলম করঞ্জাই, কলকাতা: সঙ্কটজনক পরিস্থিতি কেটে গিয়েছে। আগের থেকে আরও ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিকের ডোজ। তবে আরও দু'দিন বুদ্ধদেববাবুকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত। কেমন থাকেন দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। (Buddhadeb Bhattacharjee Health Updates)


হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা, সোমবার সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড


কলকাতার উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেববাবুর ফুসফুসে আর সংক্রমণ নেই। তাঁকে রাইলস টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হচ্ছে। 
আপাতত বন্ধ রাখা হয়েছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক বন্ধের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন থাকেন তা আগামী দু'দিন দেখা হবে। তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা, সোমবার সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।


উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক সৌতিক পাণ্ডা বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেশিদিন হাসপাতালে রাখলেও ফের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই সতর্কতা নেওয়া হচ্ছে।" হাসপাতালের এমডি তথা সিইও রূপালী বসু বলেন, "সোমবার হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।"


আরও পড়ুন: CV Ananda Bose: রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়, এবার বন্দিমুক্তির ফাইল ফেরত পাঠালেন সিভি আনন্দ বোস, চাইলেন কৈফেয়তও


শনিবার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের যে বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং তাঁর পূর্বসূরি সূর্যকান্ত মিশ্র। হাসপাতাল থেকে বেরিয়ে সেলিম বলেন, "আরও দু'দিন দেখবেন চিকিৎসকেরা। অ্যান্টিবায়োটিক ছাড়া উনি কেমন থাকেন, দেখা হবে।  চিকিৎসকরা যা জানিয়েছেন, তাতে আশ্বান্বিত আমরা। যে কারণে এসেছিলেন, তা থেকে সম্পূর্ণ মুক্ত।"

একই সুর ধরা পড়ে সূর্যকান্তের গলাতেও। তিনি বলেন, "এখন ভাল আছেন। যা যা সমস্যা ছিল কমেছে। ভাল আছেন। খুব তাড়াতাড়ি ছাড়া হবে। আমি জিজ্ঞেস করেছিলাম এখানে কিছু অসুবিধা হচ্ছে কিনা। বলেছেন, কোনও সমস্যা নেই।"


চিকিৎসকরা কী ভাবছেন, তার উপরই সবকিছু নির্ভর করছে

শনিবার হাসপাতালে বুদ্ধদেববাবুকে দেখতে যান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন বাবুল। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণে ডুবে যান প্রদীপও। হাসপাতাল থেকে বুদ্ধদেববাবু দ্রুত বাড়ি ফিরুন, এটাই চাইছেন সকলে। তবে সেই নিয়ে চিকিৎসকরা কী ভাবছেন, তার উপরই সবকিছু নির্ভর করছে। সোমবার সেই সিদ্ধান্ত জানা যাবে।