কলকাতা: রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজ্যপাল বিজেপি-র (BJP) 'দালালি' করছেন বলে দাবি করলেন তিনি। রাজ্যপালের আবারও দুর্নীতির অভিযোগ তুললেন কুণাল। (Kolkata News)


রাজভবনে পিস কন্ট্রোল রুম খোলার পর, রাজ্যে পিস ট্রেন চালাতে কেন্দ্রকে আর্জি জানিয়েছেন রাজ্যপাল বোস। দুর্নীতি এবং হিংসা বাংলার দুই শত্রু বলে উল্লেখ করেন। তার পরই রবিবার রাজ্যপালকে আক্রমণ করেন কুণাল। তিনি বলেন, "রাজ্যপাল সম্পূর্ণ ভাবে বিজেপি-র দালালি করছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজভবনের টাকায় নিজের ব্যক্তিগত বইয়ের চতুর্থ সংস্করণ প্রকাশ করেছেন, তাতে অশোক স্তম্ভের ছাপ দিয়েছেন। কার টাকায় করেছেন? আমরা তদন্ত চেয়েছি। উনি নিজে দুর্নীতিতে অভিযুক্ত।"


কুণাল আরও বলেন, "রাজ্যপাল ,বিজেপি-র দালাল, রাজ্যপাল বিজেপি-র এজেন্ট। সংবিধান বহির্ভূত কাজ করছেন উনি। আগে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অসত্য প্রমাণ করে দেখান। রাজ্যপাল হওয়ার পর ক'টা ফ্লাইটের টিকিট কেটেছেন? ওঁর কে কে বিমানযাত্রা করেছেন? সরকারের টাকা তছনছ করে কতবার উড়েছেন, আগে তার হিসেব দিন উনি।"


আরও পড়ুন: Uttar Dinajpur:কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্নামঞ্চে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক


পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তির সময় থেকেই রাজ্য এবং রাজপালের মধ্যে সংঘাত আরও বেড়েছে। সেই ধারা এখনও অব্যাহত। উচ্চশিক্ষা থেকে দুর্নীতি, আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। রবিবার তাঁকে বলতে শোনা যায়, "বাংলার রাজনীতিতে দুই শত্রু, দুর্নীতি আর হিংসা।" আত্মসমীক্ষার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে সকলকে একজোট হতে আর্জি জানান। পিস ট্রেন চালাতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকেও আর্জি জানান। 


তবে শুধু তৃণমূল নয়, রাজ্যপালের পিস ট্রেন টালানোর অনুরোধ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। তাঁর বক্তব্য, "পিস ট্রেন চালানো হলে, সবার আগে তো হরিয়ানায় চালু করা উচিত! শুধু বাংলায় কেন, সবচেয়ে আগে দেশের সর্বত্র চালানো উচিত।" এর আগে, কলকাতায় এসে রাজ্যপালের ভূমিকায় সরব হন স্বরাজ ইন্ডিয়া দলের প্রধান যোগেন্দ্র যাদবও। রাজ্যের নির্বাচিত সরকারকে ছাপিয়ে রাজ্যপালের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।