ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, কলকাতা : সোমবার এল আপাত স্বস্তির খবর। দীর্ঘ উদ্বেগের পর হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ( Buddhadeb Bhattacharjee ) সোমবার বিকেলের মধ্যেই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনার কথা ভাবা হচ্ছে। এই প্রক্রিয়া সফল হলে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে বলে জানানো হয়েছে।
সোমবার সকালে তাঁর বেশ কিছু রিপোর্ট আসার কথা। রিপোর্টে পরিস্থিতির অনুকূল দেখেই এই পদক্ষেপের সিদ্ধান্ত, খবর হাসপাতাল সূত্রে । এর আগে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক পরিস্থিতির উন্নতির খবর মিলেছিল।
'সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে'
হাসপাতাল সূত্রে খবর, সঙ্কট এখনও কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যর। বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। তবে আশা জাগাচ্ছে তাঁর সি রিয়্যাক্টিভ প্রোটিন টেস্টের রিপোর্ট। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তির সময় যার মাত্রা ছিল সাড়ে তিনশোর কাছাকাছি, তা এখন দেড়শোর কাছাকাছি নেমে এসেছে। অর্থাৎ, অর্ধেকের বেশি কমে গিয়েছে। এর ফলে চিকিৎসকরা মনে করছেন, বুদ্ধবাবুর ফুসফুসে ও শরীরে সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।
'ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে'
এছাড়া, শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে। যাতে চিকিৎসকরা মনে করছেন, অ্যান্টিবায়োটিক ডোজ নিয়ন্ত্রিত মাত্রায় না দিয়ে স্বাভাবিক মাত্রায় দেওয়া যেতে পারে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মেডিক্যাল বোর্ডে। সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের সিটি স্ক্যান করা হয়। সিটি থোরাক্স রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করছেন, বুদ্ধবাবুর ফুসফুসে সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণ হতে শুরু করেছে। প্রাথমিকভাবে ছবি দেখে মনে হচ্ছে, ফুসফুসে সংক্রমণ এখন অর্গানাইজিং পর্যায়ে রয়েছে। অর্থাৎ, সংক্রমণ আর বাড়ছে না। এছাড়াও, দেখা গিয়েছে বুকে সংক্রমণের কারণে জল জমার পরিস্থিতি নেই। তবে, বাঁদিকের ফুসফুসের নিচের অংশ ও ডানদিকের ফুসফুসের নীচের দিকের মাঝামাঝি অংশে সংক্রমণ রয়েছে।
'২৪ ঘণ্টা জ্বর আসেনি '
সিওপিডি-র পুরনো সমস্যা, ফাইব্রোসিসের কারণে ক্ষতিগ্রস্ত ফুসফুস। সেই ক্ষতির পরিমাণ কতটা, তা বুঝতে পুরনো সিটি স্ক্যান রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্ট মিলিয়ে দেখা হবে। সব কিছু ঠিক থাকলে বুদ্ধবাবুকে ভেন্টিলেশন থেকে বের করা আনার প্রক্রিয়া শুরু করবেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, অ্যান্টিবায়োটিক কতটা কাজ করছে, সিটি থোরাক্স এবং সি রিয়্যাক্টিভ প্রোটিন টেস্টের ফলাফল দেখে, তা বোঝা যাবে। গত ২৪ ঘণ্টা জ্বর আসেনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। চিকিৎসকরা মনে করছেন, অ্যান্টিবায়োটিক কাজ করায় জ্বর আসা বন্ধ হয়েছে। সি রিয়্যাক্টিভ প্রোটিন টেস্টের রিপোর্ট দেখে বুদ্ধবাবুর ভেন্টিলেশন নির্ভরতা ধাপে ধাপে কমানো নিয়ে চিকিৎসকরা আলোচনা করবেন।
আরও পড়ুন :
'ডবল ইঞ্জিন এরোপ্লেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে বলুন' বিজেপি বিধায়কদের বললেন মুখ্যমন্ত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন