ঝিলম করঞ্জাই, কলকাতা : চলে গেলেন ধুতি পাঞ্জাবী পরিহিত বাঙালি ভদ্রলোকের আদর্শ প্রতীক বুদ্ধদেব ভট্টাচার্য। আজীবন তিনি আপসহীন মূল্য়বোধ , রাজনৈতিক আদর্শে অবিচল, নীতি-নৈতিকতায় কঠোর বিশ্বাসী। বরাবর চেয়েছিলেন মৃত্যুর পরও তাঁর দেহটি ও অঙ্গ-প্রত্যঙ্গ অন্য মানুষের কাজে লাগুক। তাঁর ইচ্ছেমাফিক, মৃত্যুর পর গতকালই কর্নিয়া সংরক্ষণ করা হয়। সেই কর্নিয়াই শেষ পর্যন্ত আলো ফেরালো দুই অন্ধমানুষের জীবনে।


প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত হয়েছে।  কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে এই খবর মিলেছে। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর কর্নিয়া যে দু’জনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে, তাঁরা কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন। বৃহস্পতিবারই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর তাঁরা এখন স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। 


বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর তাঁরা এখন স্থিতিশীল রয়েছেন। চোখের সমস্যায় বরাবরই ভুগতেন বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ ক’বছর অনেকটাই কম দেখতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেকারণে পড়ে পড়ে শোনাতে হত তাঁকে।  RIO সূত্রে খবর, রেটিনার সমস্যা থাকলেও, বুদ্ধদেব ভট্টাচার্যর কর্নিয়া ঠিক ছিল। ছানি অপারেশন না করানোয় তাঁর কর্নিয়ার গুণগত মানও ভাল ছিল। RIO সূত্রে খবর, সকালে গ্রহীতাদের শারীরিক অবস্থা যাচাই করে দেখা গিয়েছে, অবস্থা সন্তোষজনক। রবীন্দ্রনাথ ঠাকুর  লিখেছিলেন, অন্ধজনে দেহ আলো। আজীবন রবীন্দ্র-অনুরাগী হিসেবে পরিচিত বুদ্ধবাবু জীবনের ওপারে চলে গিয়েও, যেন তাঁর জীবনদেবতার বাণীই বাস্তবায়িত করে গেলেন। 


সিপিএম সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। শুক্রবার সকাল ১০.৩০ টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা। বেলা ১২ থেকে দুপুর ৩.১৫ পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে। দুপুর ৩.৩০টে থেকে দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে, দুপুর ৩.৪৫-এ সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা। বিকেল ৪টেতে NRS মেডিক্য়াল কলেজে হবে দেহদান ।         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন                                        
দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ