প্যারিস: টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। প্যারিসেও (Paris Olympics 2024) তাঁর থেকে সোনা জয়ের আশাতেই ছিল ১৪০ কোটি ভারতবাসী। শুরুটাও ভালই হয়েছিল। যোগ্যতা অর্জন পর্বে সবার উপরে ছিলেন। প্যারিস অলিম্পিক্সের ১৩তম দিনে ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেও, অধরাই রয়ে গেল সোনা। তবে নীরজ চোপড়া (Neeraj Chopra) মনে করছেন তিনি নিজের সেরাটাই দিয়েছেন।


প্যারিসে ছয়টি থ্রোয়ের মধ্যে পাঁচটিই ফাউল থ্রো করেন বটে নীরজ, তবে একটি থ্রোই তাঁকে রুপো পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করেন নীরজ। অলিম্পিক্স রেকর্ড ভেঙে সোনা জেতেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তবে রুপো জিতলেও, স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট (নরম্যান প্রিচার্ড ১৯০০ সালে জোড়া পদক জিতেছিলেন) হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জোড়া পদক জিতে ইতিহাস গড়ে ফেলেন নীরজ।


 






পোডিয়াম ফিনিশ করলেও, নীরজ মেনে নিচ্ছেন তাঁর কিছু জায়গায় ভুলত্রুটি ছিল এবং দিনটা তাঁর নয়, আর্শাদেরই ছিল। তিনি ANI-কে এক সাক্ষাৎকারে বলেন 'দেশের জন্য পদক জিতলে তো সবসময়ই আমাদের আনন্দ হয়। এবার সময় এসেছে নিজের খেলাটাকে আরও উন্নত করার। আমরা বসে আলোচনা করব, কী করে নিজের খেলাকে আরও উন্নত করা যায়। আজকের দিনটা আর্শাদের ছিল। আমি নিজের সেরাটাই দিয়েছি। তবে কিছু কিছু জায়গায় ত্রুটি রয়েছে যেটা নিয়ে কাজ করার প্রয়োজন আছে।'


ভারতের হয় মাত্র চতুর্থ অলিম্পিয়ান হিসাবে জোড়া পদকজয়ী নীরজ কিন্তু দেশের অলিম্পিক্স ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। 'প্যারিস অলিম্পিক্সে ভারত বেশ ভালই পারফর্ম করেছে। আমাদের জাতীয় সঙ্গীত আজ শোনা যায়নি বটে, তবে ভবিষ্যতে তা শোনা যাবে বলে আমি নিশ্চিত।' আশাবাদী বছর ২৬-র অ্যাথলিট।


নীরজ নিজের দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার ছুড়ে রুপো জেতেন। কিন্তু পরপর চারটি ফাউল থ্রোয়ে তাঁর সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়। অপরদিকে আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার থ্রো করে অলিম্পিক্স রেকর্ড ভাঙেন এবং সোনা জিতে নেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বিনেশের আবেদনে সাড়া CAS-র, শুক্রবারই রায় ঘোষণা, রুপো মিলবে?