কলকাতা: নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ ঘিরে রাজভবনের সঙ্গে সংঘাত চলছে। সেই আবহেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, মন্ত্রীদের শপথ রাজভবনে হয়। বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়। বিধায়কদের জরিমানা করা নিয়ে রাজ্যপালের টাকার প্রয়োজন কি না, তাও জানতে চান তিনি। (Mamata Banerjee)


মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যপালকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, "মন্ত্রীদের শপথ রাজভবনে হয়। বিধানসভায় সাধারণত শপথ নেন বিধায়করা। আমি বলব, লাইনে চলুন। বেলাইন হবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। আপনার বিরুদ্ধে কে পেনাল্টি দেবে?"(CV Ananda Bose)


উপনির্বাচনী জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে সম্প্রতি চিঠি দিয়েছেন রাজ্যপাল। দীর্ঘ টানাপোড়েনের পর বিধানসভায় শপথগ্রহণ করেন তাঁরা। এর পর সোমবার বিধানসভার অধিবেশনে অংশ নিতে পৌঁছন। কিন্তু রাজ্যপালের চিঠিতে অধিবেশন থেকে বিরত থাকতে বলা হয় তাঁদের। কে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন জানতে চাওয়া হয় যেমন, তেমনই, অধিবেশনে অংশ নিলে আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দেওয়া হয়। 


আরও পড়ুন: Budget 2024 Live Updates: এটা দেশের বাজেট নয়, কুর্সি বাঁচাও বাজেট, বললেন কল্যাণ


এদিন বিধানসভায় সেই নিয়েই রাজ্যপালকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "৫০০ টাকা জরিমানা করেছেন। এটা তো ব্রিটিশদের আইন! আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন ব্যবস্থা করে দেব। রাজভবন সিলেক্টেড, বিধানসভা কিন্তু ইলেক্টেড। যদি শপথ নিয়ে আপত্তি থাকে, তাহলে বিধানসভায় উপস্থিত থাকতে পারতেন। যাঁরা খুনি, ডাকাত, NEET কেলেঙ্কারিতে যুক্ত, তাঁদের জরিমানা হয় না। আমরা বিত্তবান হতে চাই না, আবেগবান হতে চাই।"


রাজ্য এবং রাজভবনের মধ্যে নয়া সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ। রাজ্যপাল চিঠি দিয়ে রাজভবনে শপথ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কিন্তু রাজভবনে না গিয়ে বিধানসভায় শপথগ্রহণে অনড় ছিলেন তাঁরা। শ্লীলতাহানির অভিযোগের প্রসঙ্গ টেনে রাজভবনে যেতে অস্বীকার করেন সায়ন্তিকা। তাঁকে একা শপথ নিতে ডাকা হয়েছিল, রেয়াতকে ডাকা হয়নি বলে অভিযোগ করেন। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে বিধানসভায় শপথ গ্রহণ করেন তাঁরা, তাতে কড়া চিঠি দেন রাজ্যপাল। অধিবেশনে যোগ দিলে জরিমানাক হুঁশিয়ারিও দেন। সেই নিয়ে এবার তাঁকে একহাত নিলেন মমতা।