কলকাতা: শরিক-নির্ভর কেন্দ্রীয় সরকার। আর বাজেটে দরাজ মোদি। বিহারের জন্য এক্সপ্রেসওয়ে, ব্রিজ তৈরিতে ২৬ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণেও বাড়তি বরাদ্দের ঘোষণা করা হয়েছে। অন্ধ্রের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ ঘোষণা। বিহার, ওড়িশা, অন্ধ্রের সঙ্গে বাংলার উন্নয়নেও নজর দিতে হবে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। আর বাজেট ঘোষণার পর চাঁচাছোলা আক্রমণ করেছেন বিরোধীরা। 


চাঁচাছোলা আক্রমণ: কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি, তৃণমূল- বিরোধীদের আক্রমণের মুখে কেন্দ্র। এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী বলেন, "কুর্সি বাঁচাও বাজেট। তিনি বলেন, মিত্রদের সন্তুষ্টিকরণ। অন্যান্য রাজ্যের জন্য ফাঁপা প্রতিশ্রুতি। সাধারণ মানুষ নয়, AA (আদানি, অম্বানি)-কে সুবিধা করে দেওয়া হয়েছে। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার আগের বাজেট থেকে কপি-পেস্ট করা হয়েছে।''


 






 


বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছু দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলো নেই। বাজেটে কোনও চাকরির সংস্থান নেই। একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট।''


এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "সরকার বাঁচানোর জন্য বিহার আর অন্ধ্রপ্রদেশকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। গত দশ বছরে এই সরকার বেকারত্ব বাড়িয়েছে।'' তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা কুর্সি বাঁচাও বাজেট। যেসব পার্টিদের সঙ্গে নিলে কুর্সি বাঁচবে সেই সব পার্টিদের জন্য বাজেট। এটা দেশের জন্য বাজেট নয়। ওরা বাংলাকে কিছু দিল না। বাঙালিদের পছন্দ করে না।'' বিহারের সাংসদ পাপ্পু যাদব বলেন, "ওরা বলছে যে ৪ কোটি চাকরি দেবে, গত ১০ বছরে কত চাকরি দিয়েছেন? বিহার থেকে দলে দলে মানুষ চলে যাওয়া নিয়ে কী সমাধান হবে? নীতীশ কুমার একজন 'কিংমেকার' কিন্তু আপনি বিশেষ প্যাকেজ পাননি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:  Union Budget 2024: নারীশক্তির উন্নতিতে জোর, মহিলাদের দক্ষতা বাড়াতে কত বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?