আশিস বাগচি, মুর্শিদাবাদ: সোমবার সকালে বাস দুর্ঘটনা (bus accident) মুর্শিদাবাদের (murshidabad) বড়ঞায়। জখম (injured) হলেন ৫ জন। আপাতত তাঁদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে।


কী হয়েছিল?
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বড়ঞার করালিতলায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি তারাপীঠ থেকে তমলুক যাচ্ছিল। কোনও কারণে হঠাতই নিয়ন্ত্রণ হারায়। তার পর সোজা ধাক্কা মারে একটি গাছে। এর পরই অভিঘাতে উল্টে যায়। হলদিয়া ফরাক্কা বাদশাহি সড়কের উপর এই দুর্ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। পরে জখম ৫ জনকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের নানা প্রান্তে এই ধরনের দুর্ঘটনা অবশ্য অপরিচিত নয়। গত কালই বিষ্ণুপুরে এক ভয়াবহ দুর্ঘটনা এক পর্যটকের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বিষ্ণুপুরে।


গত কালই দুর্ঘটনা...
স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলার রথতলার বাসিন্দা টিয়া ঠাকুর, মোটরবাইকে করে স্বামী এবং আত্মীয়র সঙ্গে মন্দিরনগরী বিষ্ণুপুরে ভ্রমণ করতে আসছিলেন। কিন্তু বিষ্ণুপুর শহর ঢোকার মুখে বাসন্তীতলা সংলগ্ন এলাকায় পেছন দিক থেকে একটি বেসরকারি বাস এসে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩৮-এর টিয়া ঠাকুরের। গুরুতর আহত হয়েছেন অপর দুই ব্যক্তি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। বাকি দুই ব্যক্তি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, শনিবার রাতে শহর কলকাতাও সাক্ষী থেকেছে দুর্ঘটনার। সে দিন লরির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। পাইকপাড়ার মোহিত মঞ্চের কাছে বাইকে লরি ধাক্কা দেয়। ঘাতক লরির চালককে আটক করা হয়, ঘটনাস্থলে টালা থানার পুলিশ পৌঁছয়। বছর শেষেও একের পর এক দুর্ঘটনার সাক্ষী মহানগর। পুলিশের হাজার সতর্কতামূলক বার্তা সত্ত্বেও ফের দুর্ঘটনায় মৃত্যু মহানগরে। চলতি মাসেই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রগতি ময়দান থানা এলাকায়। ভোর সাড়ে ৫টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙার ক্যানাল সাউথ রোডে ইএম বাইপাসগামী অ্যাপ ক্যাবের সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া পণ্যবোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পথচারী ও দুটি গাড়ির চালক-সহ ৭ জন আহত হন। তাঁদেরকে এনআরএস হাসপাতালেনিয়ে যাওয়া হয়। গত কয়েকদিন ধরেই চিংড়িঘাটা, পার্ক সার্কাস, মা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। এই পরিস্থিতিতে শহরের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নাগরিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে।     


আরও পড়ুন:দেশের জার্সিতে এখনই অবসর নয়, জানিয়ে দিলেন মেসি