সত্যজিৎ বৈদ্য, কলকাতা: বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক পড়ে প্রাণ গেল মায়ের। সাতসকালে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হন শিশুর বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের শিশুকন্যা।                      


সকাল সাড়ে ৬টা নাগাদ স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল। এইট বি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস বাইকে ধাক্কা মারা। বাইক ছিটকে পড়ায় মহিলাকে পিষে দেয় বাসের চাকা।                  


এদিকে, ফের রাতের শহরে দুর্ঘটনা ঘটে। বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী মহিলার। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মহিলার স্বামীও গুরুতর জখম হন। তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ।                      



সাম্প্রতিক সময়ে একাধিক বাস দুর্ঘটনা প্রাণ কেড়েছে তিলোত্তমার নাগরিকদের



  • এর আগে গত বছরের ১২ নভেম্বর, সল্টলেকে দুটি বাসের রেষারেষিতে মৃত্যু হয় ক্লাস ফোরের পড়ুয়া ১১ বছরের স্কুলছাত্রের।     

  • ২০২৪-এর ২ অক্টোবর, বাঁশদ্রোণীতে পুরসভার পে লোডারে পিষ্ট হয়ে প্রাণ যায় নবম শ্রেণির পড়ুয়া, ১৫ বছরের সৌম্য শীলের।                 

  • ২০২৩-এর ৪ অগাস্ট, বেহালা চৌরাস্তায় বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময়, লরির ধাক্কায় মৃত্যু হয় ক্লাস টুয়ের পড়ুয়া, ৭ বছরের সৌরনীল সরকারের।               


আরও পড়ুন, সাদ্দাম হোসেন থেকে একেবারে শিবশঙ্কর! প্রেমের টানেই মুসলিম থেকে হিন্দু হলেন যুবক


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে