কলকাতা:  তৃণমূল কংগ্রেসের  পর ২ কেন্দ্রে উপনির্বাচনে (By Election) বামেদের প্রার্থী (Left Front Candidate) ঘোষণা। আসানসোল লোকসভা আসনের (Asansol Loksabha Seat) উপনির্বাচনে সিপিএম প্রার্থী (CPM Candidate) হচ্ছেন পার্থ মুখোপাধ্যায় (Partha Mukherjee)। পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়। আসানসোলে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। 


বালিগঞ্জ বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। বালিগঞ্জে জোড়াফুলের প্রতীকে লড়ছেন বাবুল সুপ্রিয়।দুই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, কংগ্রেস।


আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সেই দুই আসনে প্রার্থী তালিকায় চমক দিয়েছে তৃণমূল। ২ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে প্রার্থী করেছে বাংলার শাসকদল।আসানসোল লোকসভায় তৃণমূলের প্রার্থী, বাজপেয়ী জমানার মন্ত্রী শত্রুঘ্ন সিন্হা। বালিগঞ্জ বিধানসভায় মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল। 


গত রবিবার সকালে ট্যুইটারে ২ কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।ট্যুইটারে তৃণমূল নেত্রী লেখেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এটা জানাতে পেরে খুশি যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিন্হা আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়। জয় হিন্দ, জয় বাংলা, জয় মা-মাটি-মানুষ!


মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন শত্রুঘ্ন সিন্হা। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী আমাকে যে ঐতিহাসিক সুযোগ দিয়েছেন, তা আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছি। তিনি আমার প্রতি যে আস্থা রেখেছেন এবং আসানসোলের জনগণের জন্য প্রতিনিধিত্ব করার যে সুযোগ দিয়েছেন, আমার কাছে তা অত্যন্ত সম্মানের।


২০১৪ ও ২০১৯ - পরপর দু’বার বিজেপির টিকিটে আসানসোল লোকসভায় জয়ী হন বাবুল সুপ্রিয়।তৃণমূলে যোগ দিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল। যে কারণে, আসানসোলে উপনির্বাচন হতে চলেছে।শিল্পাঞ্চলের ভোটে কংগ্রেস ছেড়ে আসা শত্রুঘ্ন সিন্হাকে প্রার্থী করেছে তৃণমূল।


অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে উপনির্বাচন হবে বালিগঞ্জে।সেখানে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে।যিনি গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভোটে লড়ে পরাজিত হন।গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল। এবার তিনি তৃণমূলের হয়ে ভোটের ময়দানে।