অলক সাঁতরা, মেদিনীপুর: রাজ্যে গত সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পুরসভা ভোটেও (Municipal Election) ভরাডুবি হয়েছে কংগ্রেসের (Congress) ৷ কিন্তু এই পরিবেশেও ভাল ফল করেছেন মেদিনীপুর পুরসভার (Medinipur Municipality) কংগ্রেস প্রার্থী মহম্মদ সইফুল। ২১ নম্বর ওয়ার্ডে তিনি হারিয়ে দিয়েছেন তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ক ও রাজ্য সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তীকে। কংগ্রেস প্রার্থী জয় পেয়েছেন পাঁচশোর বেশি ভোটে। 


তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করায় শপথ গ্রহণের পর ভোটারদের মিষ্টিমুখ করানোর সিদ্ধান্ত নিলেন মেদিনীপুর পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর। তাঁকে সমর্থন করার জন্য ওয়ার্ডের সমস্ত ভোটারকে মিষ্টিমুখ করানোর উদ্যোগ নিয়েছেন সইফুল ৷ তাই তিনি শপথ নেওয়ার পরেই ওয়ার্ডে বিলি করা হচ্ছে ১২ হাজার লাড্ডু ৷ গত এক সপ্তাহ ধরে মেদিনীপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস দফতরে লাড্ডু বিলির প্রস্তুতি নেওয়া হয়েছে। কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। 


আরও পড়ুন ২ কাউন্সিলরের হত্যাকাণ্ডে তোলপাড় রাজ্য, কেন দুষ্কৃতী-দৌরাত্ম্য? উঠছে প্রশ্ন


আজ পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার সাতটি পুরসভার সঙ্গে মেদিনীপুর পুরসভাতেও বোর্ড গঠন ৷ এই পুরসভার ২৫টি ওয়ার্ডের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ পুরভবনে ৷ মেদিনীপুর পুরসভায় এবার কংগ্রেসের একমাত্র জয়ী প্রার্থী নতুন মুখ মহম্মদ সইফুল ৷ তিনি প্রথমবার জয়ী হয়েছেন নির্বাচনে ৷ 


জয়ী কংগ্রেস প্রার্থী জানিয়েছেন, ‘এই পরিবেশে আমার জয় বিরল দৃষ্টান্ত ৷ তাই ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাতে এই লাড্ডু তৈরি করা হয়েছে সপ্তাহ ধরে ৷ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি ৷ আমার ওয়ার্ডের প্রায় আট হাজার মানুষের মধ্যে লাড্ডু বিলি করা হবে। মানুষের জন্য করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’


১০৮টি পুরসভার ভোটের ফলাফলে তৃণমূলের জয়জয়কার। রাজ্যজুড়ে তৃণমূলের দাপটে মুছে গিয়েছে বিরোধীরা। ৩৩টি পুরসভা পুরোপুরি বিরোধীশূন্য। এরই মধ্যে মেদিনীপুরে জয় পেয়েছেন সইফুল। সেই কারণেই তিনি ভোটারদের ধন্যবাদ জানানোর উদ্যোগ নিয়েছেন।