কলকাতা: আসানসোল (Asansol) ও বালিগঞ্জ (Baliganj) উপনির্বাচনের দিন পরিবর্তন চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি। ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন (Asansol and Baliganj By Election)। ওই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় দিন বদলের আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।


১২ এপ্রিল আসানসোল (Asansol), বালিগঞ্জে (Ballygunge) উপনির্বাচন (By-Election)। আসানসোল লোকসভা, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সময়েই চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট। বাবুল সুপ্রিয়ের ইস্তফায় আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট। ১৬ এপ্রিল বালিগঞ্জ, আসানসোল ২টি উপনির্বাচনেরই গণনা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। একইদিনে ছত্তীসগঢ়, বিহার, মহারাষ্ট্রের ৩টি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। ১৭ মার্চ ভোটের বিজ্ঞপ্তি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। 


আরও পড়ুন: Jhalda Congress Leader Murder: 'তৃণমূলের ভাড়াটে খুনিদেরই কাজ', ঝালদায় কংগ্রেস নেতা খুনে শাসকদলকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু


উচ্চমাধ্যমিকের (HS Exam 2022) সময়েই আসানসোল, বালিগঞ্জে উপনির্বাচন। ১২ এপ্রিল আসানসোল (Asansol) লোকসভা, বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের আগের দিন পদার্থবিদ্যা-সহ উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) একাধিক পরীক্ষা। ভোটের পরের দিন রসায়ন-সহ উচ্চমাধ্যমিকের একাধিক পরীক্ষা। সঙ্কট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কথা।


উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই রাজ্যের ২ কেন্দ্রে উপনির্বাচন। সঙ্কটের মধ্যেই ফের সমস্যা উচ্চমাধ্যমিকের পরীক্ষার নির্ঘণ্ট ঘিরে। ফের বদলালো জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সূচি। একই দিনে উচ্চমাধ্যমিক পরীক্ষা ও জয়েন্ট। সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানাল সংসদ। কিছুদিন আগে জেইই মেন-এর কারণেই উচ্চমাধ্যমিকের সূচি বদল হয়েছিল।


এর আগে জেইই মেনের (JEE Main) জন্য উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার দিন বদল হয়। সিদ্ধান্ত নেওয়া হয় ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল নেওয়া হবে। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা। ২০ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল। ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যযমিক। শেষ হবে ২৬ এপ্রিল।