C-Voter Exit Poll: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কলকাতায় পুরভোট, কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?
KMC Election 2021 Live Updates: কোথাও বোমাবাজিতে জখম। কোথাও বুথে মারামারি। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কলকাতায় পুরভোট। কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?
সন্ধে ৬টা পর্যন্ত সি ভোটারের চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কলকাতা পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫৮ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৭ শতাংশ ভোট। অন্যান্য পেতে পারে ২ শতাংশ ভোট।
সন্ধে ৬টা পর্যন্ত সি ভোটারের চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩১টি আসন। বিজেপি পেতে পারে ১৩টি আসন। বাকি দলগুলি কোনও আসন পাচ্ছে না বলে উঠে এসেছে সমীক্ষায়।
রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়করা। বাংলায় ন্যূনতম গণতন্ত্র নেই, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
ভোটের দিনেও বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। বহুক্ষেত্রে টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ করে বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন তিনি। পুরভোটের বৈঠকের প্রসঙ্গ টেনে নিশানা করলেন রাজ্য বিজেপি নেতৃত্বকে।
দুপুর তিনটে পর্যন্ত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩১টি আসন এবং বিজেপি পেতে পারে ১৩টি আসন।
দুপুর তিনটে পর্যন্ত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কলকাতা পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫৯ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৬ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২ শতাংশ ভোট।
বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা। পুলিশকে ঠেলে বুথে ঢুকে তাণ্ডব বহিরাগতদের। ইভিএম খারাপ করে দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের। এদিন বুথের মধ্যে তাণ্ডব দেখে দরজা বন্ধ করে ভয়ে কাঁপছিলেন ভোটাররা। যদিও তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে ছাপ্পা ভোট চলছিল। বিজেপি প্রার্থীর পাল্টা দাবি, বুথের ভিতরে ঢুকে গন্ডগোল পাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গোলমালের জেরে আপাতত বন্ধ ভোটগ্রহণ। বুথ দখলের অভিযোগ ওড়াল কমিশন।
বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খন্না হাইস্কুলে বুথের সিসি ক্যামেরা ঢেকে রাখা ও কমিশনের ক্যামেরা বাইরের দিকে লাগানোর অভিযোগ বামেদের। ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা। প্রিসাইডিং অফিসারের দাবি, সিসি ক্যামেরা স্কুলের, তাই ঢেকে দেওয়া হয়েছে।
১১০ নম্বর ওয়ার্ডে গড়িয়ার ব্রিজি এটি নস্কর হাইস্কুলে সিপিএম এজেন্টকে হুমকি, বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে সিপিএম প্রার্থী তনুশ্রী মণ্ডল এসে এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে যান। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। সিপিআই প্রার্থী পারমিতা দাশগুপ্তর অভিযোগ, বুথের বাসিন্দাকে এজেন্ট হিসেবে বসাতে হবে, এই টেকনিক্যাল কারণ দেখিয়ে বাধা দেন প্রিসাইডিং অফিসার। প্রতিক্রিয়া মেলেনি প্রিসাইডিং অফিসারের।
বেলগাছিয়ায় ৫ নম্বর ওয়ার্ডে কুমুদিনী বিদ্যাপীঠে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথের বাইরে বিজেপি প্রার্থী শ্রীরাম যাদবের সঙ্গে তৃণমূল প্রার্থী তরুণ সাহার বচসা। লোক নেই, তাই এজেন্ট বসাতে পারেনি, দাবি তৃণমূল প্রার্থীর।
১০ নম্বর ওয়ার্ডে শ্যামবাজারের মণীন্দ্র কলেজে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিআই প্রার্থী করুণা সেনগুপ্ত পৌঁছলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা হয়। প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের।
ক্রিস্টোফার রোডে ৫৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চন্দন দাসকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর অভিযোগ, সিসি ক্যামেরা বিকল খবর পেয়ে বুথে ঢুকতে গেলে ধাক্কাধাক্কি করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী সন্দীপন সাহার।
শ্যামবাজারে ৭ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা। বিজেপি প্রার্থী ব্রজেশ ঝাকে বুথে ঢুকতে বাধা দেওয়া, হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি প্রার্থীর। ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থীর। এর আগে নির্দল প্রার্থীর হয়ে কথা বলতে যাওয়ায় বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-র সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়। প্রিসাইডিং অফিসার ও সেক্টর অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপি প্রার্থীর। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
দুপুর তিনটে পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কলকাতা পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫৯ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৬ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২ শতাংশ ভোট।
দুপুর তিনটে পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩১টি আসন এবং বিজেপি পেতে পারে ১৩টি আসন।
১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে ৪৪ নম্বর বুথে ঠাকুমাকে সঙ্গে নিয়ে তাঁর হয়ে ভোট দেন নাতনি। চোখে দেখতে পাই না, তাই সঙ্গে এনেছি, দাবি ঠাকুমার।
১০২ নম্বর ওয়ার্ডের প্রান্ত পল্লি বয়েজ হাইস্কুল-সহ একাধিক বুথে বাম এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ সিপিএম প্রার্থী ভাস্বতী গঙ্গোপাধ্যায়ের। বুথের বাইরে বহিরাগতদের ভিড়।
কলকাতা পুরভোটে ঝরল রক্ত। শিয়ালদায় টাকি স্কুলের সামনে বোমাবাজি। বোমার আঘাতে রক্তাক্ত ভোটার। গুরুতর জখম ভোটার, ভর্তি হাসপাতালে। টাকি স্কুলের সামনে বোমাবাজিতে আটক একজন, জানাল পুলিশ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের।
গ্রেফতার ৬৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী।
কলকাতা পুরভোটে পুনর্নির্বাচন চায় বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ বিজেপির।
কলকাতা পুরভোটে অশান্তি, প্রতিবাদ বামেদের। কাল ও পরশু রাজ্যজুড়ে বামেদের বিক্ষোভ।
১০১ নম্বর ওয়ার্ডে কেন্দুয়া গার্লস হাইস্কুলে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। সিপিএম প্রার্থী অতনু চট্টোপাধ্যায়ের অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে ভোটার ও এজেন্টদের হুমকি দেয় তৃণমূল। বুথের বাইরে বহিরাগতদের জমায়েত। প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের। বুথ দখলের অভিযোগ খারিজ কমিশনের।
জোড়াবাগান এলাকায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের। অবজার্ভারকে খতিয়ে দেখার নির্দেশ কমিশনের। এরপর পোস্তার একটি বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টরা।
বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বোমাবাজির প্রমাণ মেলেনি, দাবি পুলিশের।
বুথের ১০০ মিটারের মধ্যে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষের বাড়ি। সেখানে দলীয় প্রতীক লাগানো থাকায় পুলিশ গিয়ে বাড়ির সামনে শাটার নামিয়ে দেয়। ঘুরিয়ে দেয় প্রতীক।
মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি বুথে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস ও নির্দল প্রার্থীর অভিযোগ, পুলিশের সামনেই বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
১০৯ নম্বর ওয়ার্ডে শহিদ স্মৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের সামনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মহিলা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের।
খান্না এলাকায় ১২ নম্বর ওয়ার্ডে বুথ দখল ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওড়াল শাসক দল।
উল্টোডাঙায় ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী বিরতি দত্তকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের।
কসবা বোসপুকুর এলাকায় ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএম এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কান্নায় ভেঙে পড়েন বাম এজেন্টের মা। খবর পেয়ে এজেন্টের বাড়িতে যান সিপিএম প্রার্থী দীপু দাস। পুলিশ নিষ্ক্রিয়, দাবি বাম প্রার্থীর। হারবে জেনেই মিথ্যা অভিযোগ, দাবি তৃণমূল প্রার্থী বিজনলাল মুখোপাধ্যায়ের।
গাঙ্গুলিবাগানে ১০১ নম্বর ওয়ার্ডে কলতান কমিউনিটি সেন্টারে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সিপিএম প্রার্থী অতনু চট্টোপাধ্যায়ের। এজেন্টদেরও বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
মানিকতলায় ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি, চিকেন চাঁপ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর অভিযোগ, গতকাল রাত থেকে এলাকার একটি বেসরকারি হাসপাতালের ছাদে চলছে বিরিয়ানি, চিকেন চাঁপ রান্না। রোগী ও হাসপাতালের কর্মীদের জন্য বিরিয়ানি রান্না, সাফাই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।
বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খন্না হাইস্কুলের সামনে বোমাবাজি। বুথের সামনে পড়ল দু’টি বোমা। বাম-কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল প্রার্থী সচিন সিংহর। বোমাবাজির রাজনীতিতে বিশ্বাসী নই, দাবি সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষের। পুলিশকে ঘটনাস্থলে যেতে নির্দেশ কমিশনের। এলাকায় রুটমার্চ পুলিশের।
তালতলা এলাকায় ৫৩ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই তৃণমূল ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের। ভোটারদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ তৃণমূলের।
নারকেলডাঙায় ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গিরিশকুমার শুক্লাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের।
পোস্তায় ২২ নম্বর ওয়ার্ডে ১৯ নম্বর বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের। প্রশ্নের মুখে দৌড়ে পালায় ২ জন।
শিয়ালদায় ৩৬ নম্বর ওয়ার্ডে টাকি বয়েজ স্কুলের সামনে দফায় দফায় উত্তেজনা। বোমাবাজিতে গুরুতর জখম হন এক ভোটার। ভর্তি হাসপাতালে। এলাকায় আতঙ্ক।
দক্ষিণ কলকাতায় তুলকালাম, উত্তর কলকাতায় অশান্তি। কলকাতা পুরভোটে দিকে দিকে তৃণমূলের সঙ্গে দ্বৈরথে জড়াল কংগ্রেস। রাস্তায় নামল বামেরা।
প্রেক্ষাপট
উজ্জ্বল মুখোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বোমাবাজি থেকে রক্তপাত। বিরোধী প্রার্থীর এজেন্টদের মারধর থেকে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, কলকাতা পুরভোটে উঠে এল এরকমই নানা ছবি।
আজ কলকাতা পুরসভার ভোটে দিকে দিকে তৃণমূলের সঙ্গে দ্বৈরথে জড়াল কংগ্রেস। রাস্তায় নামল বামেরা।
আজ ভোটের দিন শিয়ালদা ও খান্নায় বোমা পড়ে, গুরুতর জখম হন বেশ কয়েকজন। ৪৫ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে কিল, চড়, লাথি মারা হয়। বেলেঘাটায় ৩৩ নম্বর ওয়ার্ডে মুখ ফাটিয়ে দেওয়া হয় সিপিএম প্রার্থীর এজেন্টের। ৭৫ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের গাড়ি ভাঙচুর করা হয়। বড়বাজারের মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থীকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ ওঠে। ভেঙে ফেলা হয় ইভিএম। ছাপ্পা ভোটের ওপর অভিযোগও ওঠে।
রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য দাবি করেন, ‘ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। ভোটটা মানুষ দিচ্ছে না, তৃণমূল দিচ্ছে। তৃণমূল অবাধে ছাপা দিচ্ছে।’
পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা। কোথাও তৃণমূল ছিল প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। ত্রিপুরায় প্রার্থীকেও ভোট দিতে দেওয়া হয়নি।’
কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মোটের ওপর ভোট শান্তিপূর্ণ।’
বহু জায়গায় আবার শান্তিপূর্ণ ভোটদানের ছবিও উঠে এসেছে। অশান্তির মধ্যেও ধরা পড়েছে সৌজন্যের ছবি। এদিন বুথে যাওয়ার পথে সিপিএমের ক্যাম্প অফিসে গিয়ে খোঁজ নেন ফিরহাদ হাকিম। ৫০ নম্বর ওয়ার্ডের একটি বুথে বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তৃণমূল প্রার্থী মৌসুমী দে।
মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শান্তিপূর্ণ ভোট হয়েছে। এটাই চেয়েছিলাম। বিরোধীরা নাটক করেছে।’
এদিন ভোট দেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -