কলকাতা: অতীতে একাধিকবার শুভেন্দুর সভায় সম্মতি জানায়নি পুলিশ। তবে সেই আপত্তি দাঁড়াল না। পুলিশের আপত্তি খারিজ, হাওড়ায় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়ে দিয়েছেন, ২০ মিটারের কম চওড়া রাস্তা হলে এরপর অনুমতি দেওয়া হবে না। বিকেলে শ্যামপুরে নির্ধারিত জায়গায় সভা করেন বিরোধী দলনেতা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।


শুভেন্দুর সভাতে বারবার বাধা


 অতীতে একাধিকবার পৃথক প্রেক্ষাপটে শুভেন্দুর সভাতে অনুমতি দেয়নি পুলিশ। তা সেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হোক কিংবা একই দিনে শাসক ও বিরোধীর কর্মসূচি। প্রতিবারেই এসেছে 'পুলিশি বাধা।' এই ঘটনাগুলির পর বিজেপিও ছেড়ে কথা বলেনি। বিজেপির তরফে একাধিকবার নিশানা করে বলা হয়েছে,  'তৃণমূলের দলদাস পুলিশ'। বঙ্গ বিজেপির শীর্ষ নের্তৃত্বকে বলতে শোনা গিয়েছে, 'পুলিশ ছাড়া কোনও অস্তিত্ব নেই রাজ্যের শাসকদলের'। যদিও পরিস্থিতি একই তিমিরে। ফের হাওড়ায় শুভেন্দুর সভায় পুলিশি আপত্তি উঠলেও, হাইকোর্টের কাছে ধাক্কা খেল রাজ্য। পুলিশের আপত্তি খারিজ, শেষ অবধি হাওড়ায় শুভেন্দুর সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের।


উপনির্বাচনের আগে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল


প্রসঙ্গত, আজ ছিল  রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শেষ অবধি পাওয়া খবরে, মোট ৬৯ শতাংশ ভোট পড়েছে। আর এদিনের উনির্বাচনের আগেই উস্কানিমূলক ভাষণের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল।  সেন্সরের দাবি তুলেছিল শাসকদল। পাশাপাশি পুলিশকে নিয়ে মন্তব্য় বিতর্কে, সুকান্ত মজুমদারকে শোকজ করেছিল কমিশন।


 রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন


শনিবার, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যান, তৃণমূলের পাঁচ সাংসদের প্রতিনিধি দল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের পাশাপাশি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও অভিযোগ জানায় তৃণমূল। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুকান্ত মজুমদার তিনি বক্তৃতায় গিয়ে বলছেন যে, পুলিশ তোমরা যাঁরা কাঁধে অশোকস্তম্ভ নিয়ে এখানে কাজ করছে, প্রয়োজনে সেই অশোকস্তম্ভ খুলে দিয়ে চটির প্রতীক ওখানে বসিয়ে নাও। একটা কেন্দ্রের মন্ত্রী, তিনি কীভাবে অশোকস্তম্ভকে এই পর্যায়ে অপমান করার দুঃসাহস দেখান?'এরপরেই বিতর্কিত মন্তব্য়ের জন্য় সুকান্ত মজুমদারকে শোকজ করে নির্বাচন কমিশন।


আরও পড়ুন, ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।