কলকাতা: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। বিজেপির মুরলীধর সেন লেনের দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। হাইকোর্ট নির্দেশে জানিয়েছে, ২৬ জুলাই করতে হবে মিছিল এবং অবস্থান। 


 মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট: রাজ্য়ের সর্বত্র অস্বাভাবিক হারে বিদ্য়ুতের মাশুল বৃদ্ধির অভিযোগও উঠছে। এর প্রতিবাদে মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি। রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে ২২ জুলাই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। পুলিশের কাছে অনুমতি না পেয়ে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা।  এদিন শুনানি পর্বে, আদালত নির্দেশ দেয় দিন পরিবর্তন করে এই মিছিল এবং অবস্থান করতে হবে ২৬ জুলাই। দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত করা যাবে মিছিল। ১ হাজার নেতা,কর্মী, সমর্থককে নিয়ে করা যাবে মিছিল। তবে কোনওভাবেই মানুষের অসুবিধা করা যাবে না। ওইদিন যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, তাই পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করতে হবে। পরিবেশ বিধি মেনে করতে হবে কর্মসূচি। 


এদিন শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে সওয়াল করা হয়,  CESC এলাকায় ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়নি। যে সমস্যার প্রেক্ষিতে এই মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি, সেই সমস্যাটাই নেই। বিজেপির তরফ থেকে এখনও CESC র কাছে কোন অভিযোগ জানানো হয়নি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন করেন, কীভাবে বা কোন পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে সেটা কি রাজ্য ঠিক করতে পারে? এই প্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে বলা হয়, 'ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করলে সমস্যা নেই। ওয়াই চ্যানেলের অবস্থান থেকে প্রতিনিধিদল গিয়ে দাবিপত্র জমা দিয়ে আসতে পারেন।'


লোডশেডিংয়ের প্রতিবাদে অবরোধকে কেন্দ্র করে গতকাল মানিচকের বিভিন্ন জায়গা তেতে উঠেছিল। মালদার মানিকচকে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরিস্থিতির চাপে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ, গতকালই স্বীকার করে নেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিক্ষোভকারীদের মারে IC-র মাথা ফাটার পর আক্রান্ত পুলিশ যে বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেখানেও ধরা পড়েছে তাণ্ডবের চিহ্ন। গৃহকর্তার অভিযোগ, পুলিশ আশ্রয় নিতেই তাঁর বাড়িতে জনরোষ আছড়ে পড়ে। ভাঙচুর করা হয় বাড়ির সামনে রাখা বাইক। গ্রিল ভেঙে বিক্ষোভকারীরা ভিতরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: West Bengal News: বাড়ছে লোডশেডিং যন্ত্রণা, অস্বাভাবিক হারে বিদ্য়ুতের মাশুল বৃদ্ধির অভিযোগ রাজ্যে