সৌভিক মজুমদার, কলকাতা : 'রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হয়েছে?' কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ভুয়ো অ্যাকাউন্টে ভুয়ো নাম ব্যবহার করে টাকা নেওয়ার অভিযোগের তদন্তের নির্দেশ। কেন্দ্র ও রাজ্যকে যথাযথ তদন্তের নির্দেশ হাইকোর্টের।


'১০০ দিনের প্রকল্পে রাজ্য পাবে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা'। ''রাজ্যের 'অ্যাকশন টেকেন' রিপোর্ট হয় গ্রহণ করুন অথবা বাতিল করুন'', কিছু একটা তো করতে হবে, কেন্দ্রের উদ্দেশে বার্তা আদালতের। ১০ দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে নির্দেশ। ১০০দিনের টাকা না পাওয়া নিয়ে জনস্বার্থ মামলায় নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে। 


রাজ্যের ১০০ দিনের টাকা বন্ধ থাকা নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছে প্রবল রাজনৈতিক তরজা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাসফুল শিবিরের একাধিক শীর্ষ নেতা রাজ্যের প্রাপ্য ১০০ দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে বারবার অভিযোগ করেছেন। পাল্টা রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। বিভিন্ন আর্থিন অনিয়মের জেরে রাজ্যের টাকা কেন্দ্র আটকে দিয়েছে বলেই মুখ খোলেন বিজেপির রাজ্য শিবিরের নেতারা।


সামনের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। আগামী বছর লোকসভা ভোট। তার আগে, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে, মোদি সরকারের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে তৃণমূল। কলকাতায় ধর্নাতেও বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৃণমূল সরকারের দাবি, ১০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের মোদি সরকারের কাছে, ২ হাজার ৭০০ কোটি টাকা পাওনা রয়েছে। এনিয়ে পাল্টা, সুর চড়িয়েছে বিজেপিও।


আরও পড়ুন- মর্গে শবের স্তূপে জীবন্ত ছেলে, হাওড়া থেকে গিয়ে ফিরিয়ে আনলেন বাবা


একশো দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে ভুয়ো অ্যাকাউন্ট, ভুয়ো নাম ব্যবহার করে টাকা নেওয়ার অভিযোগের যথাযথ তদন্ত করা দেখার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের আইনজীবীর উদ্দেশ্যে প্রাধান বিচারপতি বলেন, রাজ্যের অ্য়াকশন টেকেন রিপোর্ট হয় গ্রহণ করুন, অথবা বাতিল করুন। কিন্তু কিছু একটা করতে হবে তো! তদন্ত ঠিক করে না হলে, আদালত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। কারণ, যাতে ন্যায্যরা বঞ্চিত না হন।


আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?


এবিপি লাইভ এখন টেলিগ্রামেও। ক্লিক করুন- https://t.me/abpanandaofficial