সুনীত হালদার, সৌভিক মজুমদার, কলকাতা: অসুস্থতার কারণে বারবার আবেদন জানিয়েও বদলি না হওয়ার অভিযোগ। হাওড়ার (Howrah News) জয়পুরের এক স্কুল শিক্ষিকাকে আগামীকালের মধ্যে বদলির বন্দোবস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে।


অসুস্থতা নিয়েও রোজ ২৮৪ কিলোমিটার পথ যাতায়াত শিক্ষিকার। চারবার আবেদন জানিয়েও, বদলির জন্য এলওসি না দেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে (Teacher Transfer)। ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষিকাকে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 


অসুস্থতার কথা জানিয়েই বদলি মেলেনি বলে অভিযোগ


আদালতের নির্দেশে দেওয়া হবে নো অবজেকশন সার্টিফিকেট, জানাল স্কুল কর্তৃপক্ষ। বদলি বিতর্ক হাওড়ার জয়পুরের সুরঙ্গময়ী গার্লস হাইস্কুলে। বছর চারেক আগে এই স্কুল সংস্কৃত বিষয়ের শিক্ষিকা হিসেবে যোগ দেন বর্ধমানের চাণ্ডুলের বাসিন্দা স্নিগ্ধা দত্ত। তাঁর দাবি, অসুস্থার কারণে, রোজ বর্ধমান থেকে হাওড়ার জয়পুর পর্যন্ত যাওয়া-আসা মিলিয়ে ২৮৪ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া সম্ভব হচ্ছিল না। 


শিক্ষিকার অভিযোগ, গত বছর থেকে চারবার বদলির জন্য এনওসি-র আবেদন জানালেও গুরুত্ব দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন শিক্ষিকা। বুধবার আদালত নির্দেশ দেয়, ৪৮ ঘণ্টার মধ্যে স্কুল কর্তৃপক্ষকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে।


আরও পড়ুন: Kolkata Medical College: চাকরিতে 'প্রতারণা', মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভে বিজেপি


আদালত আরও জানায়, সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন- বাড়ি থেকে ১৪২ কিলোমিটার দূরের স্কুলে যাতায়াত করার মতো শারীরিক ক্ষমতা নেই। ওই শিক্ষিকা বলেন, "আমি যতটা অসুস্থ, তাতে স্কুলের এনওসি দেওয়া উচিত। পুজোর আগে ফাইল করি। এখন রায় পেলাম। ২০১৫ থেকে অসুস্থ। জার্নির কারণে রোগ বাড়ছে। মেডিক্যাল গ্রাউন্ডে আবেদন জানাই। ম্যানেজিং কমিটি ট্রান্সফার দেয়নি। স্কুল থেকে সহযোগিতা পাইনি।"


আদালতের নির্দেশ মানতে সম্মত স্কুল কর্তৃপক্ষ


যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, সংস্কৃতর কোনও শিক্ষিকা থাকায় তাঁকে ছাড়া যাচ্ছিল না। সুরঙ্গময়ী গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভানেত্রী কবিতা সাউ বলেন, "আমাদের মাত্র ১৪ জন টিচার। বদলি হয়েছে পাঁচজনের। এতদিন কখনও মেডিক্যাল গ্রাউন্ডে ছুটি নেননি। বাড়িভাড়া করে ছিলেন। উনি যাবেন বলে ১৪২ কিমি যাতায়াতের কথা বলছি। আমরা মিটিং করব, কাল দিয়ে দেব।" স্কুল কর্তৃপক্ষের আশ্বাস, আদালতের নির্দেশমতো শুক্রবার শিক্ষিকাকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে।