প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, কলকাতা : সল্টলেকে (Saltlake) বাড়ি দখলকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষ। আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। 


বাড়ি দখলকে কেন্দ্র করে সল্টলেকে দু’পক্ষের সংঘর্ষ। ভাঙচুর করা হল বাড়ি। আহত হলেন দু’পক্ষের কয়েকজন।  বাড়ি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে সল্টলেকের  B L Block এর ৫০ নম্বর বাড়িতে।  


কী নিয়ে গন্ডগোল? পুলিশ সূত্রে খবর, বাড়িটি আদতে মনোজ তোদি নামে এক ব্যক্তির। জনৈক ভৈরব চক্রবর্তীর দাবি, তিনি ২০১৬ সালে বাড়িটি ভাড়া নেন। পরে ভাড়া নিয়ে বিবাদ ও বাড়িওয়ালা উঠতে বলায় মামলা হয়। সেই মামলা চলছে। ভৈরবের অভিযোগ, পরে বাড়িটি জনৈক মহেশ সিঙ্ঘানিয়াকে বেআইনিভাবে ভাড়া দেন মনোজ।  


গত চার-পাঁচদিন ধরে বাড়িতে পরিবার নিয়ে থাকছিলেন মহেশ। ভৈরবের অভিযোগ, তাঁর লোকজন বুধবার রাতে বাড়িতে গেলে মহেশের দলবল হামলা করে। পাল্টা মহেশের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ভৈরবই লোকজন নিয়ে এসে হামলা চালায়। ভৈরব চক্রবর্তী নামে অভিযোগকারীর কথায়, ২০১৬-য় বাড়িটি ভাড়া নিই। বাড়ি নিয়ে মামলাও চলছে। গত কাল রাতে আমাদের ওপর হামলা করে, মারধর করে। 


অভিযোগকারী মহেশ সিঙ্ঘানিয়া কথায়, 'আজ সকালে আমার বাড়ি দখল করতে আসে। আমি ভাড়া নিয়েছি। তবে যেভাবে সল্টলেকের মতো জায়গায় বাড়ির দখল নিয়ে হামলার ঘটনা ঘটল, তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পরে বিধাননগর পূর্ব থানার পুলিশ ভৈরব চক্রবর্তী সহ ৫ জনকে গ্রেফতার করে। 


কসবায় সিন্ডিকেট:  কসবায় সিন্ডিকেটের তোলাবাজি, দৌরাত্মের অভিযোগ উঠল। বাড়ি তৈরি করতে গিয়ে আক্রান্ত ব্যবসায়ী। টাকা চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে মারধর, খুনের হুমকির অভিযোগ। কসবা থানায় দায়ের হয়েছে অভিযোগ। 


বোলপুরে অবৈধভাবে জলাভূমি ভরাটের অভিযোগ: বোলপুরে অবৈধভাবে জলাভূমি ভরাটের অভিযোগে প্রোমোটার-সহ সাতজনকে গ্রেফতার করল পুলিশ। সকালে পুরসভার কর্মীরা কাজ বন্ধ করতে গেলে, প্রোমোটারের লোকজন তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। যদিও অভিযুক্তের দাবি, অবৈধভাবে জলাভূমি ভরাট করা হচ্ছিল না।


আরও পড়ুন: Siliguri News: 'নেশার ঠেকে ঝামেলা', বচসার জেরে খুন আবাসনের নিরাপত্তারক্ষী


আরও পড়ুন: East Midnapur News: বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, বৈঠক চলাকালীন হাতাহাতি দু’পক্ষের