কলকাতা: SSKM-এ জ্যোতিপ্রিয়র কেবিনের ভিতর থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা সরানোর নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। কেবিনের বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে আপত্তি নেই বলে জানিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, 'ফুটেজ দিতে হবে ইডিকে।'
ক্লোজ সার্কিট ক্যামেরা সরানোর নির্দেশ: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকুর মতো রেশন দুর্নীতির মামলায় ধৃত জ্য়োতিপ্রিয় মল্লিকেরও (Jyotipriyo Mullick) ঠিকানা এখন SSKM হাসপাতাল। সম্প্রতি ইডির আবেদনের ভিত্তিতে রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের কেবিনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। সেইমতো বসানোও হয়ে গিয়েছিল সিসি ক্যামেরা। কিন্তু এবার সেই ক্যামেরা কেবিনের ভিতর থেকে সরিয়ে নিতে নির্দেশ দিল হাইকোর্ট। তবে সিসি ক্যামেরা সরানো হলেও, সেখানে মোতায়েন করা হবে CRPF-এর জওয়ান। আর কেবিনের বাইরে সিসি ক্যামেরা থাকলে, তার ফুটেজ দেওয়া যাবে ইডিকে (ED)। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
হাসপাতালে জ্য়োতিপ্রিয় মল্লিকের ওপর নজরদারি নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল ইডি। এরপরই কেন্দ্রীয় এজেন্সির আবেদন মতো জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশ দেন ইডির বিশেষ আদালতের বিচারক। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারই শুনানিতে শুক্রবার বিচারপতি নির্দেশ দেন, SSKM হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ভেতর থেকে সিসি ক্যামেরা সরাতে হবে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন প্রাথমিকভাবে নির্দেশ দেন,জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কারা দেখা করতে আসছেন, তা নথিবদ্ধ করতে রেজিষ্টার থাকবে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর কেবিনে কারা ঢুকতে পারবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন SSKM-এর সুপার। এর বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, SSKM-এর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। তিনি বলেন, SSKM এধরনের অভিযুক্তদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে। SSKM-এর হাতে সিদ্ধান্ত ছাড়া হলে তারা সবাইকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে দেবে। তাতে তদন্তের ক্ষতি হয়ে যাবে।এরপরই সিদ্ধান্ত বদলে বিচারপতি বলেন, ইডির দু'জন তদন্তকারী আধিকারিকের অনুমতি সাপেক্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাতকারীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nadia: তাহেরপুরে ব্যবসায়ীকে গুলি করে খুন, গ্রেফতার চার