নয়া দিল্লি: জনপ্রিয় গান হোক কিংবা নাচ, এমন অনেক কিছুই আছে যা সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়। করোনা পরবর্তী সময়ে নাচ এবং গানের 'রিল' (Reel) যথেষ্ট জনপ্রিয় হচ্ছে সামাজিক মাধ্যমে। তেমনই সাম্প্রতিক একটি জনপ্রিয় গান ‘Gulabi Sharara’ -তে নাচ করে ভাইরাল হলেন এক স্কুল শিক্ষিকা (School Teacher)।                                                     

  


তবে শুধু শিক্ষিকা নয়, ক্লাসের আরও বেশ কয়েকজন ছাত্রী শিক্ষিকার সঙ্গে তালে তাল মেলাচ্ছেন তাঁর সঙ্গে, এমনটাই দেখা গিয়েছে ওই ভিডিওটিতে। কাজল আসুদানি (@kajalasudanii) নামের ওই শিক্ষিকা তাঁর ইনস্টা প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করেছেন। শিক্ষিকার পাশাপাশি আরও চারজন ছাত্রীকে স্কুলের ইউনিফর্ম পরে শিক্ষিকার সঙ্গে নাচে সামিল হতে দেখা যায়। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।                


ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে ওই শিক্ষিকা লিখেছেন, 'আমি কৃতজ্ঞ এত প্রতিক্রিয়া পেয়ে। শিক্ষকতা করার সময় আমি অত্যন্ত কড়া শিক্ষিকা, কিন্তু বাকি সময়ে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ করতেও আমি সমানভাবে বিশ্বাসী।' 






আরও পড়ুন, 'মোটা মাইনে'র কর্পোরেট-বাবুও লজ্জায় লাল হবেন এই ফুচকাওয়ালার আয় শুনে 


জানা গিয়েছে, স্কুলের অ্যানুয়াল ফাংশনের দিনে এই ভিডিওটি বানানো হয়েছে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ওই শিক্ষিকা ইনস্টা পোস্টে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপগুলি শিক্ষার্থীদের "অল-ইন ওয়ান" করে তোলে। তিনি এও বলেন, কোনও পড়ুয়াকে জোর করে নয়, তাঁদের অনুরোধ করে সম্মতি নিয়েই এই ভিডিওটি করা হয়েছে।             


                    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে