কলকাতা: কেন্দ্রের দেওয়া রক্ষী নিয়ে সন্তুষ্ট নন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। কেন্দ্রকে নিয়মিত নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ বিচারপতি মান্থার। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেও রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন নৌশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ,'বারবার নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ তোলা সত্ত্বেও।রাজ্য সরকার কর্ণপাত করেনি' ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, অভিযোগ নৌশাদের। ভাঙড়ের আইএসএফ বিধায়কের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফের ৭ জনের একটি দল রয়েছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রবিবারই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের ISF বিধায়কের হুগলির ফুরফুরা শরিফের বাড়িতে পৌঁছে গেছে CISF-এর সাতজনের একটি টিম।কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেও পুরোপুরি সন্তুষ্ট হলেন না নৌশাদ।উল্টে রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তুললেন।তিনি বলেন, “আমি একজন বিধায়ক। আমার ন্যূনতম যে সিকিউরিটির প্রয়োজন হয়, একজন বিধায়কের যেটা প্রোভাইড করতে হয় রাজ্যকে, ততটুকুও আমাকে দেয়নি। আমি জানানোর পরেও আমাকে দেওয়া হয়নি।’’
পঞ্চায়েতের মনোনয়ন পর্বে বেলাগাম হিংসা ছড়িয়ে পড়ে ভাঙড়ে। গত ১৫ জুন, শুধু ভাঙড়েই দু'জন তৃণমূল কর্মী ও একজন ISF কর্মী খুন হন। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে কেন্দ্র ও রাজ্যকে চিঠি দেন নৌশাদ সিদ্দিকি। কিন্তু কোনও তরফেই সাড়া না পেয়ে, শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হন ভাঙড়ের বিধায়ক। এরপর ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় আদালত। রবিবার তাঁর ফুরফুর শরিফের বাড়িতে পৌঁছয় CISFএর টিম।
সম্প্রতি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দিয়েছে রাজ্য সরকার। অথচ নৌশাদ সিদ্দিকির দাবি, একজন বিধায়ক হিসেবে তাঁর যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা, তাঁকে সেটুকুও দেওয়া হয়নি।এই আবহে এদিন হাইকোর্টে নৌশাদের আইনজীবী আদালতে বলেন, “যে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট নন। তৃণমূল বিধায়ক সওকত মোল্লা জেড ক্যাটিগরির নিরাপত্তা পান। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষও এর থেকে বেশি নিরাপত্তা পান। তিনি একটি দলের রাজ্য নেতা‘’’ ভাঙড়ের পরিস্থিতি যে উদ্বেগজনক সেকথাও নৌশাদের আইনজীবী জানান আদালতে। এরপর বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “এখন ২৪ ঘণ্টা একজন ASI ও একজন PSO পান নৌশাদ সিদ্দিকি। বিচারপতির নির্দেশ, এখন থেকে নৌশাদ সিদ্দিকির নিরাপত্তা খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় সরকারকে। কোনও সমস্যা হলে, যে কোনও পক্ষ আদালতে মামলা করতে পারে। ’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা