সৌভিক মজুমদার, কলকাতা: গ্রুপ ডি (SSC Group D) মামলায় ফের সিবিআইকে (CBI) অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সেইসঙ্গে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করা হয়েছে।
আদালত সূত্রে খবর, কেন কমিটি রিপোর্ট পেশ করতে পারল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? ২ মাস হয়ে গেলেও অনুসন্ধানের ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ কমিটি করেছে বলে আদালত মনে করছে না। এরপরই বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ১৬ মার্চ, বেলা ১২টার মধ্যে এ নিয়ে রিপোর্ট পেশ করবে সিবিআই। সেইসঙ্গে সিঙ্গল বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, আজকের মধে সিবিআই এর আগে নিযুক্ত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবে। কাল সকালে সিবিআইকে আদালতে জানাতে হবে, তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে।
সূত্রের খবর, এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। এদিন গ্রুপ ডি (SSC Group D) মামলায় বিরক্তিপ্রকাশ করলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রে খবর, এই মামলায় গতকাল দেওয়া ডিভিশন বেঞ্চের নির্দেশ এখনও কেন হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়নি? কেন নির্দেশনামা পাননি মামলার সঙ্গে যুক্তরা? রেজিস্ট্রার জেনারেলের জবাব তলব করেছেন বিচারপতি।
অন্যদিকে, এবার গ্রুপ সি-তেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। সিবিআই অনুসন্ধানের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তদন্তে নজরদারি করবেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা। ভুয়ো চাকরির অভিযোগে বাতিল ৩৫০ জনের চাকরি। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি তিনি বলেন, বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা। ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক’। ৩৫০ জন চাইলে আদালতে হলফনামা দাখিল করতে পারেন। হলফনামা দাখিল করতে জানাতে হবে, কার কাছে থেকে সুপারিশপত্র পেয়েছেন। এতদিন পর্যন্ত কত টাকা বেতন হিসেবে পেয়েছেন জানাতে হবে তাও। ১৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।