সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি (Ashwin Shenvi)। নাম চূড়ান্ত করে এমনটাই জানাল আদালত। আগামী সাত দিনের মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আজ আদালতে ডিআইজি পদমর্যাদার তিন আধিকারিকের নাম দেয় সিবিআই। এই তিন জনই দুর্নীতি মামলায় পারদর্শী। সুধাংশু খারে কর্মরত কলকাতায়, মাইকেল রাজ কর্মরত রাঁচিতে ও অশ্বিন শেনভি বর্তমানে কর্মরত চণ্ডীগড়ে।


আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, ‘প্রথম সিবিআই তদন্তের নির্দেশের সময় একজন আধিকারিক ছিলেন পঙ্কজ শ্রীবাস্তব। তিনি এখন কোথায় আছেন ?’ সিবিআইয়ের আইনজীবী জানান, 'পঙ্কজ শ্রীবাস্তব বর্তমানে গাজিয়াবাদে সিবিআই প্রশিক্ষণ কেন্দ্রে আছেন। তিনি সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা, আইজি পদমর্যাদার আধিকারিক।' এর পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি এমন একজনকে চাই, যিনি রাজ্যের ভৌগলিক অবস্থান জানেন। পঙ্কজ শ্রীবাস্তবকে কি ফিরিয়ে আনা সম্ভব ?' এবিষয়ে জানতে চেয়ে সিবিআইকে ১৫ মিনিট সময়ও দিয়েছিলেন বিচারপতি। তারপরেই নির্দেশ দেন বিচারপতি।


সিট প্রধানের বদল চেয়েছিল সিবিআই-


আদালত নিযুক্ত সিট প্রধানের বদল চেয়ে গতকালই আদালতে যায় সিবিআই (CBI)। কেন্দ্রীয় এই সংস্থার তরফে আদালতে জানানো হয়, অখিলেশ সিংহ (Akhilesh Singh) এখন আর সিবিআইয়ে কর্মরত নন। উনি নিজেই ১৪ অক্টোবর বদলির আবেদন জানিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) ছাড়পত্র দিয়েছে ১৫ নভেম্বর। এই পরিস্থিতিতে অখিলেশ সিংহের জায়গায় অন্য আধিকারিক নিয়োগের জন্য আদালতে আবেদন জানায় সিবিআই। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন সিবিআই আইনজীবী। তিন আধিকারিকের নাম দিতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল আদালত। এনিয়ে আজ ফের শুনানি হয়। তার পরই ঠিক হয় অশ্বিন শেনভির নাম।


গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে CBI-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার কার্যত ভৎসনার সুরে বলেন, ৬ মাস কেটে গেছে! কিছুই করেননি! এই প্রেক্ষাপটেই তদন্তের জন্য গঠিত CBI-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিমও ঢেলে সাজান বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২ জন CBI অফিসারকে SIT থেকে বাদ দিয়ে, ঢোকানো হয় ৪ জনকে। ভিন রাজ্যে বদলি হওয়া CBI-এর DIG অখিলেশ সিংকেও ফেরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 


আরও পড়ুন ; 'বদলির ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের', সিট প্রধানের বদল চেয়ে আদালতে সিবিআই