সৌভিক মজুমদার ও ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা : বিশ্বভারতীর (Viswa Bharati) প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakraborty) আদালতের নির্দেশ ছাড়া গ্রেফতার করা যাবে না। শান্তিনিকেতন থানায় দায়ের হওয়া মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের উদ্দেশে বিচারপতির মন্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আপনার তাঁকেও অভিযুক্ত বানিয়ে দিতেন। কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট। ৪টি মামলার পরবর্তী শুনানি হবে ১১ ও ১৯ জানুয়ারি।
রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আপনারা তাঁকেও অভিযুক্ত বানিয়ে দিতেন ! ফলক বিতর্ক থেকে শুরু করে, প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে নানা অভিযোগ।
সম্প্রতি একের পর এক ইস্যুতে শিরোনামে থেকেছে তাঁর তৈরি করা শিক্ষাঙ্গন। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশি তৎপরতা নিয়ে বিচারপতির মুখেও শোনা গেল বিশ্বকবির নাম।
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুুৎ চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। গত ৭ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে একটি চিঠি লেখেন বিদ্যুৎ চক্রবর্তী। সেই চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তা নিয়ে তাঁর অভিমত জানান। এ নিয়ে অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ FIR দায়ের করে। বুধবার মামলার শুনানি চলাকালীন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
অভিযোগ নিয়ে প্রাথমিক অনুসন্ধান না করেই পুলিশ ধর্তব্যযোগ্য অপরাধ পেয়ে গেল ? FIR দায়ের করে দিল? সুপ্রিম কোর্টের গাইডলাইন দেখল না? প্রশ্ন করেন বিচারপতি। রাজ্য়ের আইনজীবী বলেন, অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে। বিচারপতির মন্তব্য, প্রাথমিকভাবে এই অভিযোগে কোন ধর্তব্যযোগ্য অপরাধ আদালত দেখতে পাচ্ছে না। এই চিঠিতে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে কিছু কথা লেখা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আপনারা তাঁকেও অভিযুক্ত বানিয়ে দিতেন।
এই মামলায় কেস ডায়েরি তলব করে বিচারপতি নির্দেশ দেন, আদালতের নির্দেশ ছাড়া বিদ্যুৎ চক্রবর্তীকে গ্রেফতার নয় এবং চূড়ান্ত রিপোর্টও পেশ করতে পারবে না পুলিশ। এদিন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে টোটো চালকের অভিযোগ সংক্রান্ত মামলারও শুনানি হয়। এই মামলায় রাজ্য পুলিশকে উদ্দেশ করে বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য, যে পুলিশ আধিকারিকরা এই FIR দায়ের করেছেন, তাঁরা রাজ্যকে বিড়ম্বনায় ফেলছেন। রাজ্য প্রশাসনের কেউ এসব করার নির্দেশ পুলিশকে দিয়েছেন বলে তিনি বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেন বিচারপতি। বুধবার হাইকোর্টে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দুর্গাপুজো নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ সংক্রান্ত মামলারও শুনানি ছিল।
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যর আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেলের বাড়িতে দুর্গাপুজো হয়, তিনি পুজোর ইতিহাস ব্যাখ্যা করেছেন। এদিন হাইকোর্টে বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী বলেন, শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে ফলক-বিতর্কেও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। ইতিমধ্যেই ফলক পরিবর্তন করা হয়েছে। আদালতে জানায় রাজ্য। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। এনিয়ে প্রতিক্রিয়া নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও, ফোন ধরেননি বিদ্যুৎ চক্রবর্তী।
আরও পড়ুন- জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল প্ল্যাটফর্মে, মৃত্যু, জখম একাধিক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।