কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের। আগামীকাল শুনানির সম্ভবনা।  


মানহানির মামলা দায়ের: রাজ্য-রাজ্য়পাল সংঘাতে এবার নতুন মোড়। যার জল গড়াল আদালত পর্যন্ত। গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। সব সীমা  মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়িয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন বলেও জানিয়েছিলেন। সেই হুঁশিয়ারি এবার বাস্তবায়িত হল। আদালতের দ্বারস্থ হলেন রাজ্য়পাল। এবিষয়ে সি ভি আনন্দ বোস বলেন, "কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন, তবে তিনি যিনিই হোন, তাঁকে ভুগতে হবে। মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সাথী। আমি সেই হিসাবেই তাঁকে মর্যাদা দিই। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে মানহানির মামলা দায়ের হয়েছে। বাকিটা আদালত বিচার করবে।''


কী বলেছিলেন রাজ্যপাল? 


সম্প্রতি রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মচারী রাজ্য়পালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্য়কর অভিযোগও ওঠে রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। তারপর থেকেই মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগে রাজ্য়পালকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল। আর উপনির্বাচনের ফল ঘোষণার পর শপথ-টানাপোড়েন চলছে। যা নিয়ে গত বৃহস্পতিবার রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওঁর রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তিকলাপ চলছে মেয়েরা যেতে ভয় পাচ্ছে।'' শনিবার, সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঙ্কার দেন সি ভি আনন্দ বোস। রাজ্যপাল বলেছিলেন, "মুখ্যমন্ত্রী হিসাবে ওঁকে আমি সম্মান এবং সমাদর করি। কিন্তু তিনি মনে করেন আমাকে যা ইচ্ছে বলা যায়। এমনকী আমার চরিত্র হননেরও চেষ্টা করেছেন তিনি। আমি আমার চরিত্র সম্পর্কে মমতা বন্দ্য়োপাধ্যায়ের থেকে কোনও কিছু শুনতে রাজি নই। উনি নিজের চরিত্র নিয়ে ভাবুন। আমি এব্যাপারে মুখ খুলতে চাই না। কিন্তু আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে এবং আত্মমর্যাদায় ক্ষুন্ন হলে কখনই সহ্য করব না।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Nabanna: গণ পিটুনিতে ক্ষতিগ্রস্তদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি, আর্থিক সাহায্যের ঘোষণা নবান্নের