কলকাতা: কেউ আইন ভাঙলে কড়া ব্যবস্থার নির্দেশ। পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ নবান্নের। পুলিশ-প্রশাসনকে ২০১৯-এর গাইডলাইন মানার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের (Nabanna) তরফে ক্ষতিগ্রস্তদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা করা হয়েছে।
কী নির্দেশ নবান্নের?
রাজ্যে দিকে দিকে গণ পিটুনির ঘটনা। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পাণ্ডুয়া, তারকেশ্বরের পর এদিন আড়িয়াদহে গণপিটুনির ঘটনা ঘটে। এই আবহে এবার তৎপর হল সরকার। এদিন সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা সরকারের নজরে এসেছে। এই আবহে পুলিশ প্রশাসনকে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। প্রত্যেকটি ঘটনা দুঃখজনক। প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কোনও আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট নয়। ক্ষতিগ্রস্তদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। আর্থিকভাবে পাশে থাকতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।'' এপ্রসঙ্গে এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা বলেন, "এসপি এবং সিপি সহ যত পুলিশ ইউনিট আছে কেউ আইন ভাঙলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দেওয়া হবে। আরও নজরদারি বাড়াতে হবে। যোগাযোগ বাড়াতে হবে পুলিশকে। এক্ষেত্রে পুলিশ-প্রশাসনকে ২০১৯-এর গাইডলাইন মানার নির্দেশ দেওয়া হয়েছে।''
এদিকে এদিনই ফের রাজ্যে গণপিটুনির অভিযোগ উঠেছে। আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটাল দুষ্কৃতীরা। মূল অভিযুক্ত জয়ন্ত সিং তৃণমূল ঘনিষ্ঠ বলে স্থানীয়দের দাবি। মহিলাকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। CC ক্যামেরায় ধরা পড়েছে রবিবার রাতের তাণ্ডবের ছবি। অভিযোগ, কলেজ পডুয়া তরুণের সঙ্গে একজনের বচসা হয়।
তার জেরে দলবল নিয়ে চড়াও হয় স্থানীয় দুষ্কৃতী জয়ন্ত সিং বাড়ির সামনে লাঠি, হকি স্টিক, ইট দিয়ে মারা হয় কলেজ ছাত্রকে।ছেলেকে বাঁচাতে গেলে মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম মা-ছেলে নার্সিংহোমে ভর্তি। ৬ জনকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। স্থানীয়দের দাবি, এর আগেও ওই দুষ্কৃতীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: National Medical College: হাসপাতালে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, রিপোর্ট তলব স্বাস্থ্য ভবন