সৌভিক মজুমদার, কলকাতা: এবার থেকে মিছিল বা সভার অনুমতির জন্য় আবেদন করতে হবে, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারেটের কাছে। নতুন গাইডলাইন তৈরি করল হাইকোর্ট (Calcutta High Court)। অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোন বৈষম্য যেন না হয়, এটা নিশ্চিত করতে হবে পুলিশকে। মন্তব্য় বিচারপতি রাজাশেখর মান্থার।                     

  


গাইডলাইন তৈরি করল হাইকোর্ট: রাজ্যে মিছিল বা সভার অনুমতি দেওয়া নিয়ে এবার গাইডলাইন তৈরি করে দিল হাইকোর্ট। এবার থেকে মিছিল বা সভার অনুমতি চেয়ে আবেদনপত্র দিতে হবে জেলার পুলিশ সুপার বা সংশ্লিষ্ট পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে। এতদিন আবেদন পত্র দিতে হত থানায়। এদিন হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোন বৈষম্য করা যাবে না। এটা নিশ্চিত করতে হবে পুলিশকে।                                                                         

সাম্প্রতিক কালে মিছিল, সভা বা বৈঠকের অনুমতি নিয়ে পুলিশে বিরুদ্ধে ওঠে বৈষম্য়ের অভিযোগ। গত মাসেই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নিঃশর্ত মুক্তির দাবিতে ভাঙড়ে মিছিলের ডাক দেয় বাম ও ISF।  কিন্তু তাতে অনুমতি দেয়নি পুলিশ। ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের দ্বারস্থ হয় বামেরা। সেই মামলার প্রেক্ষিতেই এই গাইডলাইন তৈরির নির্দেশ। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন,



  • সভা বা মিছিলের আবেদনের জন্য আলাদা করে রেজিস্টার তৈরি করতে হবে।

  • কোন দল কখন আবেদন করল, তা নথিবদ্ধ করতে হবে ওই রেজিস্টারে।

  • ক্রমিক সংখ্যা ধরে সেই আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ।

  • আবেদনপত্রের অবস্থা যাতে অনলাইনে দেখা যায় তার ব্যবস্থা করতে হবে।



পাশাপাশি, হাইকোর্টের নির্দেশ, কর্মসূচির স্থান, জমায়েতের সংখ্যা, মিছিলের রুট সম্পর্কে জানাতে হবে পুলিশকে।শব্দবিধি মেনে সভা করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে যাতে কর্মসূচি হয়, বহিরাগতরা যাতে কোনও গন্ডগোল পাকাতে না পারে তা নিশ্চিত করবে পুলিশ। এদিন আদালতে রাজ্য় সরকারের তরফে জানানো হয়, ২৮ মার্চের পর ভাঙড়ে সভা বা বৈঠক হলে আপত্তি নেই রাজ্য়ের।


আরও পড়ুন: Howrah: ডিএ-দাবিতে ধর্মঘটকে সমর্থন! প্রধানশিক্ষককে 'হুমকি' তৃণমূল নেতার