সঞ্চয়ন মিত্র, কলকাতা : প্রথম চৈত্রেই গলদঘর্ম কলকাতা। রাতে স্বস্তির বৃষ্টি। সঙ্গে দুরন্ত কালবৈশাখী। চৈত্রের শুরুটা এভাবেই হল এ বছর। তবে এই মরসুমের প্রথম বর্ষণের আমেজ থাকবে আরও কয়েক দিন। আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই। আজও রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।


পরপর ২ দিন কালবৈশাখী ? 
এই মরসুমের প্রথম জোড়া কালবৈশাখী কলকাতায় হল বৃহস্পতিবার। শুক্রবারেও কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকছে বলে অনুমান আবহাওয়াবিদদের।


উত্তরেও দুর্যোগ
উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।


দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত

শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ , পূর্ব ও পশ্চিম বর্ধমান - এই জেলাগুলিতে শিলাবৃষ্টি এমনকি বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা।  শনিবার থেকে ঝড়ের গতিবেগ কিছুটা কমলেও বৃষ্টির পরিমাণ বাড়বে। শনি ও রবি দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। কলকাতা সহ-সংলগ্ন জেলার এবং উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবারে দমকা হাওয়ার গতিবেগ ৩০- ৪০ কিলোমিটার থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।


শহরজুড়ে বৃষ্টির আমেজ
কলকাতায় পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জন্য এক ধাক্কায় কলকাতার রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি নেমে গেছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে। গতকাল এই তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস।
একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপর দিয়ে গেছে। 

পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বিহার ঝাড়খন্ডে আগামী ২৪ ঘণ্টায় এবং উড়িষ্যাতে আগামী শনিবার বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন : ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস আজও, কেমন থাকবে মহানগর?