কলকাতা: দাঁড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থার।আদালতের দেওয়া এনআইএ তদন্তের নির্দেশ ১০ মাসেও কার্যকর না হওয়ায় রুল জারি। এনআইএ-র হাতে নথি এবং পরিবারকে আর্থিক সাহায্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। ৫ এপ্রিল তাঁদের আদালতে হাজিরা দিয়ে বলতে হবে কেন আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি, নির্দেশ হাইকোর্টের। 


১০ মাসেও কার্যকর হল না কেন?


আদালতের দেওয়া NIA তদন্তের নির্দেশ  ১০ মাসেও কার্যকর হল না কেন? এই প্রশ্ন তুলে, দাড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি CID-র বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 
২০১৮-র ২০ সেপ্টেম্বর, শিক্ষক নিয়োগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর দিনাজপুরের দাড়িভিট ছাত্র-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে দাড়িভিট হাইস্কুল চত্বর। মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে ২ প্রাক্তন ছাত্রের। পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।


প্রথম থেকেই এই ঘটনায় CBI তদন্তের দাবিতে সরব ছিল মৃতের পরিবার


প্রথম থেকেই এই ঘটনায় CBI তদন্তের দাবিতে সরব ছিল মৃতের পরিবার। কিন্তু ঘটনার তদন্তভার CID-র হাতে দেয় রাজ্য সরকার। যদিও মৃত দুই ছাত্রের পরিবার সেই তদন্তে সন্তুষ্ট হতে পারেনি। উল্টে দুই ছাত্রের মৃতদেহ দাহ না করে বাড়ি থেকে কিছুটা দূরে নদীর ধারে সমাধিস্থ করে রাখা হয়। এই প্রেক্ষাপটে ২০২৩-এর ১০ মে, দাড়িভিটকাণ্ডে NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু,এরপরও NIA-র হাতে নথি এবং পরিবারকে আর্থিক সাহায্য না দেওয়ায় শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা।


কেন আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি?


দাড়িভিটকাণ্ডে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি CID-র বিরুদ্ধে রুল জারি, শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কেন আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি?   ৫ এপ্রিল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি CID-কে আদালতে হাজিরা দিয়ে বলতে হবে।


আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সাঁই বাবা মন্দিরে হাওড়ার তৃণমূল নেতা


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)