Calcutta High Court:'আপনারা কি পোস্ট অফিস?' অভিষেকের সম্পত্তির খতিয়ান নিয়ে ED-কে তুলোধোনা বিচারপতির

Recruitment Scam: লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্নের মুখে ইডি। 

Continues below advertisement

কলকাতা: নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) মামলায় অভিষেকের সম্পত্তির খতিয়ান নিয়ে ইডিকে (ED) তুলোধনা বিচারপতির। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডির পেশ করা সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্নের মুখে ইডি। 

Continues below advertisement

সম্পত্তির খতিয়ান নিয়ে ইডিকে তুলোধনা: অভিষেকের সম্পত্তি নিয়ে তথ্যগোপন ইডির? সন্দেহ খোদ হাইকোর্টের। এদিন ইডি যে তথ্য পেশ করে তার প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, 'বলছেন অভিষেকের মাত্র ৩টি বিমা, আর কোনও সম্পত্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? সাংসদ হিসেবে অভিষেকের বেতন জমা পড়ে কোন অ্যাকাউন্টে?’ হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি জানায় অভিষেকের অ্য়াকাউন্ট আছে। এরপর বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, 'অ্যাকাউন্টের উল্লেখ নেই কেন? আপনারা কি পোস্ট অফিস? ‘সন্দেহ হচ্ছে আপনারাই তথ্যগোপন করছেন,’ মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার।

 

অভিষেকের বাড়ির ঠিকানা উল্লেখ করে ইডিকে প্রশ্ন করেন বিচারপতি সিন্হা। জানতে চান, '১৮৮এ, হরিশ মুখার্জি রোড কার নামে, জানেন? এটা সম্পত্তির খতিয়ানে নেই কেন? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থেকে ৩০বি, হরিশ চ্য়াটার্জি স্ট্রিটের উল্লেখ। সেই তথ্য নেই কেন?’ বিচারপতির এই প্রশ্নের মুখে জবাবই দিতে পারল না ইডি। এদিন শুনানি পর্ব চলাকালীনই অভিষেকের পরে এবার লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করেছে হাইকোর্ট।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন হাইকোর্টের। শুনানি পর্বে  বিচারপতি অমৃতা সিন্হা বলেন, ‘কোম্পানির সদস্য এবং ডিরেক্টরদের খতিয়ান অসম্পূর্ণ।  তদন্তভার নেওয়ার পরে ১৮ মাস হয়ে গেছে, ফলাফল দেখা যাচ্ছে না। সম্পত্তির সংখ্যা বলছেন, কিন্তু শনাক্ত করছেন না কেন? মাত্র একজন অভিনেতা। আগে তো বলেছিলেন সিনেমা জগতের অনেকে আছেন, বাকিরা কোথায় গেল? দেখে মনে হচ্ছে অনেক বেআইনি কাজ হয়েছে, কিন্তু আপনারা কিছু করছে না। কোর্ট আপনাদের বিশ্বাস করেছিল, কিন্তু এখন কিছু করা দরকার। যারা শুনানি শুনছেন, তারা বুঝতে পারছেন যে সব কিছু ঠিক হচ্ছে না। এই সম্পত্তির খতিয়ান অসম্পূর্ণ। আরও অনেক আছে, যেগুলো জমা দেওয়া হচ্ছে না'

অমৃতা সিনহা প্রশ্ন করেন, কীসের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস? আয়ের উৎস কী? লিপস অ্যান্ড বাউন্ডসের লাইসেন্স ছিল? কারখানা, যন্ত্রাংশের বিবরণ কোথায়?' লিপস অ্যান্ড বাউন্ডসের শেয়ারের তথ্য কোথায়? ইডিকে প্রশ্ন বিচারপতির।

আরও পড়ুন: North 24 Parganas: বাড়ছে আক্রান্তে সংখ্যা, ভয় ধরাচ্ছে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি পরিসংখ্যান

Continues below advertisement
Sponsored Links by Taboola