নয়াদিল্লি: মোদির সরকারের বিদেশ নীতি ((Foreign Policy of Modi Govt) এবং 'দুর্নীতি নির্মূল করার পদক্ষেপ'-এর জন্য প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ( Naveen Patnaik)।  বিদেশনীতিতে , মোদি সরকারকে তিনি ১০ এর মধ্যে ৮ দিয়েছেন। ভুবনেশ্বরের একটি সভায় তিনি এই মন্তব্য করেছেন। 






'গুরুত্বপূর্ণ পদক্ষেপ', নারী সংরক্ষণ বিল


পিটিআই রিপোর্ট অনুসারে, নারী সংরক্ষণ বিল (Women's Reservation Bill) প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে, ওড়িশার মুখ্যমন্ত্রী এটিকে একটি 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' বলে অভিহিত করেছেন। এবং তাঁর দল সবসময়ই নারীর ক্ষমতায়নকে (Woman Empowerment) সমর্থন করে। তিনি আরও বলেন, 'আমার বাবা (প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েক) স্থানীয় নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করেছিলেন এবং আমি তা বাড়িয়ে ৫০ শতাংশে নিয়ে গিয়েছি।  তিনি আরও বলেন যে, ২০১৯ সালের নির্বাচনে ওড়িশায় তাঁর দল লোকসভা আসনে ৩৩ শতাংশ মহিলা প্রার্থী দিয়েছে।' 


কেন্দ্রের সঙ্গে দলের সম্পর্ক


কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে তাঁর দলের সম্পর্কের কথা বলতে গিয়ে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেন, 'কেন্দ্রের সঙ্গে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই, আমরা আমাদের রাজ্যের উন্নয়ন চাই এবং উন্নয়নে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্ব থাকা গুরুত্বপূর্ণ।' পট্টনায়েক আরও বলেন যে, এই সকল কিছুর জন্য রাজনীতি 'নোংরা হওয়ার দরকার নেই।'


আরও পড়ুন, একদিনে ৪ শতাংশের বেশি বাড়ল বাজাজ ফিন্যান্সের শেয়ার, এখন কিনবেন না বিক্রি করবেন ?


দারিদ্র্য দূরীকরণে ওড়িশা সরকারের ভূমিকা


মুখ্যমন্ত্রীর মতে, কারণ এটি জনগণের সেবা প্রদানে একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হতে পারে। ওড়িশা সরকার দারিদ্র্য দূরীকরণ এবং রাজ্যের সর্বাত্মক উন্নয়নের দিকে নিবেদিতভাবে কাজ করছে, দাবি জানিয়েছেন তিনি। পট্টনায়েক আরও দাবি  জানিয়েছেন যে, তাঁর রাজ্য শান্তি, অহিংসা এবং সামাজিক সংহতির চিরন্তন মূল্যবোধ বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে।