কলকাতা: দ্বন্দ্ব মিটল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের। 'বন্ধু' কিশোর দত্তর কাছে ক্ষমা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাগের মাথায় কথা শুনিয়ে ফেলেছেন বলে ADG-কে জানিয়েছেন তিনি। ADG একসময় তাঁর অনেক উপকারও করেছেন বলে আদালতে জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পাল্টা সৌজন্য দেখালেন ADG-ও। তাই আপাতত তাঁদের মধ্যেকার দ্বন্দ্বে অবসান ঘটল বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।
মঙ্গলবার আদালতে ADG-র কাছে ক্ষমা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ADG-র উদ্দেশে তিনি বলেন, "আপনাকে ৩৭ বছর ধরে চিনি। কয়েক দিন আগে অনেক কিছু বলেছি আপনাকে। আমি ক্ষমাপ্রার্থী। অত্যন্ত দুঃখিত। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি।" এর জবাবে ADG বলেন, "আমিও ওই দিন অনেক কিছু বলেছিলাম।"
এর পরও বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্ষেপ করতে শোনা যায়। ADG-র সঙ্গে পুরনো সম্পর্কে কথা তুলে ধরে তিনি বলেন, "আপনি যা শুনেছেন, তা-ই বলেছেন। তবে আমি যা বলেছি রাগ করে। আপনারা অনেকেই জানেন না, কিশোর আমার কত উপকার করেছেন। কিশোর, আমি, বিচারপতি জয়মাল্য বাগচি একসঙ্গে ঘুরে বেড়াতাম একসময়।"
বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগে। আদালতে বাগযুদ্ধে জড়ান বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং ADG. ADG-র উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনি কিভাবে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন, জানা আছে আমার। একবার সরিয়ে দেওয়া হয়েছিল। আবার ফিরে এসেছেন।” ADG পাল্টা বলেন, “লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট দিচ্ছে আপনাকে।” সেই নিয়ে চরমে পৌঁছয় বাদানুবাদ।
হাইকোর্টের বিচারপতি এবং ADG-র মধ্যে এমন সংঘাতে উদ্বেগ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ADG-র কাছে ক্ষমা চাইতে হবে বলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে চিঠি দেন আইনজীবীদের একাংশ। তার পরই মঙ্গলবার আদালতে ADG-র কাছে ক্ষমাপ্রার্থনা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
ইদানীং কালে কলকাতা হাইকোর্ট থেকে একের পর এক সংঘাতের ঘটনা সামনে এসেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং ADG-র মধ্যেই নয় শুধু, বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যেও সংঘাত দেখা দেয়। পরিস্থিতি এমন হয় যে স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্টে। সেই মামলা এখনও বিচারাধীন শীর্ষ আদালতে। সেই আবহেই এবার ADG-র সঙ্গে পুরনো দ্বন্দ্বে ইতি টানতে দেখা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে।