সৌভিক মজুমদার, কলকাতা : 'দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Justice Abhijit Gangopadhyay)। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে মন্তব্য।
'পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলব না, আমি জানি তাদের কী ধরনের বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়। কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। গুন্ডাদমন শাখার আধিকারিকরা জানেন কীভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়', মানিকতলা থানা এলাকার বেআইনি নির্মাণ সংক্রান্ত (Illegal Construction) মামলায় মন্তব্য বিচারপতির।
একাধিকবার বিভিন্ন ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন পর্যবেক্ষণ ঘিরে তোলপাড় হয়েছে। কখনও দুর্নীতির ‘মাথা’ খুঁজতে বলা! কখনও ‘ধেড়ে ইঁদুর বেরোনো’র ভবিষ্যদ্বাণী! কখনও আবার ‘ঢাকি সমেত বিসর্জনের’ হুঁশিয়ারি! নিয়োগ দুর্নীতি মামলায়, বিভিন্ন সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Gangopadhyay ) পর্যবেক্ষণ নতুন নতুন মাত্রা যোগ করেছে। যেমন, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,'দিদি একা সামলাতে পারছেন না। চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেনই বা কি করে? '
নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন।' নিয়োগ মামলায় এসএসসির বিরুদ্ধে ২ আদালতে ২ বয়ানের অভিযোগে নিয়োগ দুর্নীতি মামলার সুপ্রিমকোর্টের রেকর্ডেড সওয়াল শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেন,'হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীরা বোকা নয়। যারা ভাবছেন তারা 'কিং' নন।' বরাবরের মতোই তিনি বলেন, 'কমিশন কলকাতা হাইকোর্টে যা বলছে সওয়াল সেটা ভয়ে বা চাপে পড়ে কিনা, সেটা এসএসসি চেয়ারম্যান পরিষ্কার করে বলুন'। 'কেলেঙ্কারি হচ্ছে, দেখুন', ইডি'র আইনজীবীকে মন্তব্য করেন তিনি। এমনকি তিনি আরও বলেন, 'ঠাকুর ঘরে গিয়ে দেখুন, ভগবান চিনে যাবেন। যারা ভগবান কে বুঝতে পারছেন না।'
আরও পড়ুন- পিএসসি-তেও চিরকুট! পঞ্চায়েত নির্বাচনে তারাই বিডিও ! বিস্ফোরক শুভেন্দু
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন