সৌভিক মজুমদার, কলকাতা : মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দেশে-বিদেশে থাকা তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য ইডিকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)। জরিমানার ৫ লাখ টাকা জমা না দেওয়ায় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সঠিক পদ্ধতিতে ওএমআর শিট (OMR Sheet) না দেওয়ায় আদালতের দ্বারস্থ হন এক চাকরিপ্রার্থী।
গত ২৫ জানুয়ারি মানিক ভট্টাচার্যকে ৫ লাখ টাকা জরিমানা করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দু'সপ্তাহের মধ্যে যে জরিমানা দেওয়ারও নির্দেশ দেন। যদিও সেই জরিমানা দেননি নিয়োগ দুর্নীতিতে ধৃত অপসারিত পর্ষদ সভাপতি। পাশাপাশি যে নির্দেশ পুনর্বিবেচনার জন্য কোনও আবেদনও তিনি করেননি। কোনওরকম পদক্ষেপ না করার আদালতের নির্দেশ মানিক ভট্টাচার্য অমান্য করেছেন বলেই তাঁর পর্যবেক্ষণে জানিয়ে তাঁর দেশে-বিদেশে থাকা সমস্ত সম্পত্তি নিয়োগ দুর্নীতিতে তদন্তকারী সংস্থা ইডিকে (ED) বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জরিমানার যে অঙ্ক না মেটানো পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত রাখারই নির্দেশ দিয়েছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি ৩১ মার্চ।
অন্য একটি মামলায় OMR শিট দেখতে চেয়েও না পাওয়ায় মানিক ভট্টাচার্যর ২ লক্ষ টাকা জরিমানা করেছিল হাইকোর্ট। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। যদিও সেই মামলার পরবর্তী শুনানিতেও বিপাকে পড়তে হয়েছিল তাঁকে। জরিমানা না দিয়ে পাল্টা আবেদনের জন্য সেই মামলাতে মানিক ভট্টাচার্য-র জরিমানা বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছিল আদালত। যদিও সেই মামলাতে আদালতের দ্বারস্থ হলেও ৫ লক্ষ টাকা জরিমানার ক্ষেত্রে কোনও পদক্ষেপই করেননি মানিক ভট্টাচার্য।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় শুধু মানিক ভট্টাচার্যই নন, এই মুহূর্তে জেলে রয়েছেন তাঁর স্ত্রী ও পুত্রও। মাঝে মানিক ভট্টাচার্যকে জরিমানা করার কপি প্রেসিডেন্সি জেলে ও তাঁর যাদবপুরের বাড়িতে পাঠানো হয়েছিল। যদিও সেই নির্দেশের কোনও উত্তর তিনি দেননি। পাশাপাশি কোনওভাবে আদালতেরও দ্বারস্থ হননি। তাই মানিক ভট্টাচার্য আদালতের নির্দেশ অমান্য করেছেন বলেই পর্যবেক্ষণে জানিয়ে তাঁর দেশ-বিদেশের সমস্ত সম্পত্তি ইডিকে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জরিমানা না মেটানো পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখারই নির্দেশ দিয়েছেন তিনি।