সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বললেন, "চারপাশে এত দুর্বৃত্ত। একা সামলাতে পারছেন না দিদি।"
নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
বুধবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, "দিদি একা সামলাতে পারছেন না। চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেনই বা কী করে!" সরাসরি যদিও কারও নাম মুখে আনেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই তিনি এমন মন্তব্য করেন বলে শুরু হয়েছে জল্পনা। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বৃত্তের নেত্রী।"
বুধবার আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, ধৃত মানিক ভট্টাচার্যের দু'টি পাসপোর্ট রয়েছে বলেও আদালতে জানায় সিবিআই। লন্ডনে মানিকের বাড়ি, তার ঠিকানা, এমনকি সেখানে তাঁর প্রতিবেশী কে, সেই প্রসঙ্গও উঠে আসে। তার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবারও সিবিআই-এর তীব্র সমালোচনা করেন তিনি।
আরও পড়ুন: Howrah Bagnan Fire: বাগনান স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক দোকান
মানিক কত বার লন্ডন গিয়েছেন, সেখানে তাঁর বাড়ির ঠিকানা কী, প্রতিবেশীই বা কে, সিবিআই-এর কাছে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর কাছ থেকে সদুত্তর না পেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "লন্ডনে কার পাশে তাঁর বাড়ি জানেন? আমি জানি। সব তদন্ত আমি করলে, তদন্তকারী অধিকারিক সোমনাথ বিশ্বাস কী করছেন? লজ্জার বিষয় যে এখনও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফিরে এসে আবার এসব শুরু করবেন।"
এর পর আদালতে সিবিআই জানায়, তিন সপ্তাহ পর এই মামলায় রিপোর্ট পেশ করবে তারা। আদালতের নির্দেশমতো, তিন জন আধিকারিকের নাম বুধবার আদালতে জমা দেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে বিচারপতি আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বলেন, "লন্ডনে মানিক ভট্টাচার্যর বাড়ির পাশে এমন একজনের বাড়ি আছে যিনিও একজন রাজনৈতিক নেতা। রাজ্যটা কি এভাবে নষ্ট হয়ে যাবে?"
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মানিকের পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, "এটা সিবিআই বলতে পারবে। কারও তো দু'টি পাসপোর্ট হতে পারে না! আদালত দেখুক বিষয়টি।" বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলেন, "ওঁকে নিয়ে আর কী বলব! উনি আদালতে বসে ফোন করছেন। এটা করা যায় না। তিনি বিচারপতি হতে পারেন। কিন্তু যে ভাবে বলছেন, সেটা বোধ হয় ওঁর ক্ষমতার অপব্যবহার। আমাদের অনুরোধ, ছেলেকেলা করবেন না। মানুষ আদালতের দিকে তাকিয়ে থাকেন। সরকার ও দল সামলানোর ব্যাপারে দরকার নেই। উনি কোথায় লঙ্খন করছেন, সেটা দেখুন।"
তিন সপ্তাহ পর এই মামলায় রিপোর্ট পেশ করবে সিবিআই
আদালতে শুনানি চলাকালীন ভূপেন হাজারিকার গান, 'হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে'-এরও উল্লেখ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, সোমনাথ বিশ্বাসের বদলে সিবিআইয়ের নতুন তদন্তকারী আধিকারিকের নাম শীঘ্রই জানাবে আদালত।