সৌভিক মজুমদার, কলকাতা : চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে হাইকোর্টে মামলা করেন এই রাজ্যে বিচারাধীন এক মামলায় অভিযুক্ত মুম্বইয়ের এক ব্যবসায়ী। তাঁর আবেদন নাকোচ করে দেওয়া হয় এ রাজ্যের পুলিশের তরফে। তারপর তিনি বাইরে গিয়ে চিকিৎসার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। 

আদালতের সওয়াল জবাবে রাজ্যের আইনজীবী বলেন, এসএসকেএমেই চিকিৎসা সম্ভব, বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ আলাদা। মামলাটি শুনছিলেন বিচারপতি বিবেক চৌধুরী। তিনি তাঁর পর্যবেক্ষণ জানাতে গিয়ে মন্তব্য করেন, ‘চিকিৎসার জন্য মামলাকারীর পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত। কিছুদিন আগে একজন দুবাইয়ে চোখের চিকিৎসার জন্য যেতে আবেদন করেন’। বিচারপতির পর্যবেক্ষণ, দুবাইয়ে চোখের চিকিৎসার তেমন কোনও খ্যাতি নেই। তাও আদালত সেই আবেদন বাতিল করেননি বলেন বিবেক চৌধুরী । বিচারপতির পর্যবেক্ষণ, ‘আমরা জানি সেখানে চোখের ভাল চিকিৎসা হয় না। তবু আমরা আপত্তি করিনি’




আরও পড়ুন : 


প্রাইমারি টেটের সিট পাকিস্তানে ! সত্যিটা কী ? কী বলছে পর্ষদ ?


আজকের শিরোনাম এক নজরে 


১। ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। ৯ হাজার ওএমআর শিট বিকৃত। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি, গ্রুপ ডি মামলায় হাইকোর্টে জানাল সিবিআই।


২। কাদা সরিয়ে জল স্বচ্ছ করুন। যা সাহায্য লাগবে আদালত করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। কাউকে ছাড়া হবে না। হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর। 


৩। ভূপতিনগরে বিস্ফোরণের পর ৪৮ ঘণ্টা পার। আজও যাবে না ফরেন্সিক। বিস্ফোরকের খোঁজে গেল বম্ব স্কোয়াড। দুদিন পর এলাকা ঘিরল পুলিশ।


৪। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেও পদত্যাগ মারিশদায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। ইস্তফার পরই থানায় তলব ৩ নেতাকে। 


৫। দিল্লি গেলেন মমতা। বিকেলে প্রধানমন্ত্রীর ডাকে জি ২০-র প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন তৃণমূল নেত্রী। কাল যাবেন রাজস্থানে।


৬। তফাৎ ১৯ দিনের। কাঁথিতেই অভিষেকের পাল্টা সমাবেশের ডাক শুভেন্দুর। সভা হবে ২১ ডিসেম্বর । জানাল বিজেপি। অভিষেককে নকল, কটাক্ষ তৃণমূলের।


৭। ফের যকের ধনের হদিশ। এবার বানারহাটে গাড়ির স্টেপনির ভিতর মিলল প্লাস্টিকে মোড়া টাকার বান্ডিল। উদ্ধার প্রায় কোটি টাকা। ধৃত ৫ জনই বিহারের বাসিন্দা।


৮। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে টাকা ঢোকাচ্ছে বিজেপি। ঢুকছে অস্ত্র, দুষ্কৃতী। বানারহাটে টাকা উদ্ধার প্রসঙ্গে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূল নেতারাই চোর, পাল্টা দিলীপ।