কলকাতা: গলফগ্রিনে দুষ্কৃতী তাণ্ডব, তদন্ত নিয়ে ফের হাইকোর্টে ভর্ৎসিত পুলিশ। 'কলকাতা পুলিশের কাছ থেকে এটা অপ্রত্যাশিত ! এটা তদন্ত হচ্ছে?', গলফগ্রিন থানার তদন্ত নিয়ে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।


'কলকাতা পুলিশের কাছ থেকে এটা অপ্রত্যাশিত ! এটা তদন্ত হচ্ছে ? '


কলকাতা পুলিশের কাছ থেকে এটা অপ্রত্যাশিত ! এটা তদন্ত হচ্ছে ? তদন্তে গ্রেফতারিই কি সব ? অভিযোগ প্রমাণ করতে হবে না ? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মারধরের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। সেই মামলায় কোনো চিকিত্সকের সাক্ষ্যগ্রহণ করলেন না ? চিকিৎসা সংক্রান্ত নথি নিয়ে মতামত কে দেবে ? এটা তদন্ত ? প্রশ্ন বিচারপতির।


'খুবই দুঃখজনক পরিস্থিতি, খারাপ অবস্থা'


খুবই দুঃখজনক পরিস্থিতি। খারাপ অবস্থা, বলেই মন্তব্য বিচারপতি ঘোষের। গত বছর সেপ্টেম্বর মাসে গলফ গ্রীন থানা এলাকার বাসিন্দা অভিনব সাহাকে মারধরের অভিযোগ উঠেছিল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। তদন্ত প্রক্রিয়ায় অনাস্থা প্রকাশ করে, উপযুক্ত তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় পরিবার। গত শুনানির দিন তদন্তকারী আধিকারিককে কেস ডায়রি নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয় আদালত।


'তৃণমূলের দলদাস..'


তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার হাইকোর্টে ভর্ৎসিত হয়েছে পুলিশ ! উঠেছিল পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন।  লেক থানা এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছিল পুলিশ।  গান পয়েন্টে IAS অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে হাইকোর্টে ভর্ৎসিত হয়েছিল পুলিশ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিকৃত করার অভিযোগের মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বলার অপেক্ষা রাখে না,  কলকাতা পুলিশ নিয়ে সবসময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় প্রশংসা। যদিও তাতে থেমে থাকেনি বিরোধীরা। বারংবার তাঁদের  নিশানায় পড়তে হয়েছে কলকাতা পুলিশকে। শোনা গিয়েছে, 'তৃণমূলের দলদাস পুলিশ..।'


পুলিশের তীব্র সমালোচনা


অপরদিকে, অতীতে সন্দেশখালিতে বিজেপি কর্মী খুনের ঘটনাতেও,  ভর্ৎসনার মুখে পড়েছিল পুলিশ।  সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনের মামলায়, চার্জশিটে শেখ শাহজাহানের নাম বাদ দেওয়া নিয়ে পুলিশের তীব্র সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্ট। সেসময় ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন, বিচারপতি জয় সেনগুপ্ত। 


আরও পড়ুন, ঠাঁই নেই লালনেরও ! মৌলবাদী সংগঠনের বাধায় বাংলাদেশে এবার বন্ধ লালনোৎসব


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)