নদিয়া: হাইকোর্টের নির্দেশে নদিয়ার গাজনে SC-দের অনুমতি, নজরদারিতে জেলা জজ। গাজন উৎসবের নজরদারির দায়িত্ব জেলা জজকে দিল হাইকোর্ট। 'উৎসব শেষ না হওয়া পর্যন্ত ৩দিন অন্তর রিপোর্ট দিতে হবে কালীগঞ্জ থানার ওসিকে। কোনও অপ্রীতিকর অবস্থা তৈরি হলে সরাসরি SP-কে নির্দেশ দেবেন বিচারকই। প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন জেলা জজই। এমনিতে জেলা জজদের কথা শোনেন না পুলিশ সুপাররা, দাবি হাইকোর্টের। 'আদালতের নির্দেশ, পুলিশ-প্রশাসনের তৎপরতায় কেটেছে সমস্যা', নদিয়ার বৈরামপুরে SC-দের শিবমন্দিরে ঢোকা নিয়ে দাবি রাজ্যের।



আরও পড়ুন, ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, এক লহমায় বদলে গেল সব, আহত অন্তত ৫০ যাত্রী ! মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে..