কলকাতা: ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। 


কী বার্তা ডিভিশন বেঞ্চের?
কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে,  'আমরা চাই, মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক। যেখান থেকে অভিযোগ আসছে, সেখানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে, আমরা বাস্তব চিত্র জানতে চাই।'


এদিন হাইকোর্টে রাজ্যের তরফে সওয়াল করা হয়, '১৮ জুন পর্যন্ত ডিজির ইমেলে ৮৫৯টি  অভিযোগ এসেছে। ২০৪ টি ক্ষেত্রে আদালতগ্রাহ্য অভিযোগ আছে, তাই এফআইআর হয়েছে। ১৭৫টি অভিযোগে আদালত গ্রাহ্য অপরাধ নেই।'


খুন, জখম, বোমাবাজি, পার্টি অফিস দখল-কোনও কিছুরই অভিযোগ বাদ নেই। বেশিরভাগ ক্ষেত্রে কাঠগড়ায় তৃণমূল। বিজেপির অভিযোগ, বিভিন্ন জেলায় তঁদের একাধিক নেতা-কর্মী ঘরছাড়া। অন্য কোথাও বা দলীয় অফিসে থাকতে হচ্ছে তাঁদের। ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় আক্রান্ত ও ঘরছাড়াদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভনদু অধিকারী ও বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। শুক্রবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও  বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে।


বিচারপতি হরিশ টন্ডন বলেন, 'অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে আমরা বাস্তব চিত্র জানতে চাই। যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে।' রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে সওয়াল করেন ১৮ জুন পর্যন্ত ডিজির ইমেলে ৮৫৯টি অভিযোগ এসেছে। ২০৪টি ক্ষেত্রে আদালতগ্রাহ্য অভিযোগ আছে তাই FIR হয়েছে। ১৭৫টি অভিযোগে আদালতগ্রাহ্য অপরাধ নেই। আইনজীবী ও বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল জানিয়েছেন, ৬০০-র বেশি অভিযোগ তিনি তুলে ধরেন, সেগুলি দেখে আদালতে ঘরছাড়াদের মঙ্গলবারের মধ্যে ফোরানোর নির্দেশ দিয়েছে। রাজ্য চাইলে তাঁর  সাহায্য নিতে পারে বলা হয়েছে।


গত মঙ্গলবার এই মামলার শুনানিতেই ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন। তিনি বলেছিলেন, 'ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে কী করা উচিত, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দিষ্টভাবে নিজেদের মতামত জানাক কেন্দ্র। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়কেই পরিস্থিতির পর্যালোচনা করে নিজেদের অবস্থান এবং তথ্য আদালতকে জানাতে হবে।' শুক্রবারের শুনানিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময় আরও বাড়ানো হল। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সরকারি চাকরি না করেও সহজেই হাতে পাবেন পেনশন! কী উপায়?