কলকাতা: 'অযোগ্য'(Ajogyo)-র স্পেশাল স্ক্রিনিংয়ে যেন হাজির গোটা টলিউডই। নায়ক-নায়িকা থেকে শুরু করে পরিচালকেরা.. কে নেই শেখানে। তবে তার মধ্যেই কি তৈরি হল নতুন গল্প? সেই গল্প বন্ধুত্বের নাকি বিচ্ছেদের?


একসময়ে দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র যে প্রেমের সম্পর্ক ছিল, সে-কথা অজানা নয় কারও। টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যেত, দেব-শুভশ্রীর প্রেমের গুঞ্জন। এও শোনা গিয়েছিল, তাঁদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছে। তবে ভেঙে যায় শুভশ্রী ও দেবের সেই প্রেম। বর্তমানে দুজনেই জীবনে এগিয়ে গিয়েছেন। প্রায় সাত বছর ধরে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। অন্যদিকে, পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র বৈবাহিক সম্পর্কে রয়েছেন তিনি। এক পুত্র ইউভান ও এক কন্যা ইয়ালিনিকে নিয়ে ভরা সংসার শুভশ্রীর। কিন্তু 'অযোগ্য'-র প্রিমিয়ারে পাশাপাশে প্রাক্তন-বর্তমান। রাজের হাত ধরে প্রিমিয়ারে হাজির হলেন শুভশ্রী। অন্যদিকে দেব এলেন রুক্মিণীর সঙ্গে। 


উপস্থিত রইলেন একই পার্টিতে, কিন্তু যেন এড়িয়ে গেলেন ২জন, ২জনকে। এক ফ্রেমে ধরা দিলেন না দেব-শুভশ্রী। বরং দেবকে দেখা গেল পরিচালক অভিজিতের সঙ্গে গল্প করতে। রুক্মিণীর 'বুমেরাং' ছবিটি নিয়েও সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কথা বললেন দেব। বললেন, ইশা আর নিশার মধ্যে তাঁর সবচেয়ে ভাল লেগেছে রুক্মিণীকে। অন্যদিকে, সম্পূর্ণ অন্য জায়গায় দেখা গেল শুভশ্রী-রাজকে। এদিন পুত্র বা কন্যা কাউকেই সঙ্গে আনেননি তাঁরা। এদিন রাজকে দেখা গেল অঙ্কুশের সঙ্গে মজার ছলে হাতাহাতিতে জড়িয়ে পড়তে। মজা বুঝে নীরব দর্শক হয়েই রয়ে গেলেন শুভশ্রী আর ঐন্দ্রিলা।


এদিন স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-ও। তিনি দেব, জিৎ, সোহম, আবির সবাইকে এক ফ্রেমে নিয়ে ছবি তোলেন। টলিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাদের একসঙ্গে দেখে ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। এদিন ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-ও। চড়কাণ্ডের পরে এই প্রথম দেখা হল দেব ও সোহমের। তাঁদের দেখা গেল একসঙ্গে কথা বলতে। রুক্মিণীর উত্থান রাজের হাত ধরেই, এদিন একসঙ্গে কথা বলতে দেখা যায় তাঁদের। তবে একে অপরকে এড়িয়েই গেলেন দেব-শুভশ্রী।


 






আরও পড়ুন: Jeet: জিৎ মানেই মূলধারার ছবি, এই ধারণা বদলাতে চান প্রযোজক-অভিনেতা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।