সৌভিক মজুমদার, কলকাতা: সন্দেশখালিকাণ্ডে ঘটনাস্থলে দ্রুত সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন ইডির কাছে বিচারপতি জানতে চান., 'বিচারপতি কেন আবার যেতে চাইছেন না?'  


কী ঘটেছিল সন্দেশখালিতে?


গত ৬ জানুয়ারি রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি সত্ত্বে সাড়া মেলেনি কারও। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তৈরি হয় বিপত্তি। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক শাহজাহানের বাড়ির সামনে জড়ো হন। কেন না জানিয়ে ইডির হানা? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তারা। ইডির আধিকারিকদের মারধর শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। 


সন্দেশখালিতে ইডির উপরে হামলা নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এদিন শুনানিতে বিচারপতি ইডিকে জিজ্ঞেস করেন, 'আপনারা কি আবার সন্দেশখালির ঘটনাস্থলে যেতে চান?' তদন্তে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে,'তথ্যপ্রমাণ সব নষ্ট করা হয়েছে, আর কিছুই বাকি নেই।' পাশাপাশি সন্দেশখালির ঘটনা দেশের বিরল ঘটনাগুলির মধ্যে অন্যতম বলে ব্যাখ্যা করে ইডি। ইডির উপর হামলা নিয়ে মামলায় রাজ্যের কাছে হাইকোর্ট জানতে চায়, 'ইডি যদি আবার যায় বা দরজা ভাঙার চেষ্টা করে তাহলে কি রাজ্য সাহায্য করবে?' তাতে হাইকোর্টে আশ্বাস অ্যাডভোকেট জেনারেল জানান, ‘রাজ্য সবরকম সাহায্য করবে।’


সন্দেশখালিকাণ্ডে ১১দিন পার, তদন্ত নিয়ে এদিন ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল পুলিশ। এখনও পর্যন্ত ‘অধরা’ শেখ শাহজাহান। সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। তাদের দাবি রাজ্য পক্ষপাতদুষ্ট, আমাদের ভরসা নেই। এদিন ইডির পক্ষ থেকে আদালতে বলা হয়, '৩ হাজারের বেশি জমায়েত করে ইডির উপরে হামলা, ডাকাতি-ছিনতাই।পুলিশ মূল অভিযু্ক্তকে ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছে, তদন্তে ব্যর্থ। শেখ শাহজাহান আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। পাল্টা হাইকোর্টে রাজ্যের তরফে জানানো হয়, ‘তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে না ইডি। ঘটনার সময় পুলিশ ছিল না, ইডি-সিআরপিএফ ছিল, তাদের বয়ান দরকার। ভিড় এবং আহত হওয়ার ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু মাঝখানের কিছুটা ফুটেজ মেলেনি।’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: 'রক্ত থাকতে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না,' সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী