সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘইরে টানাপোড়েন চলছেই। তার মধ্যেই এ বার SLST-তে নম্বর দেওয়া নিয়ে প্রশ্নের মুখে SSC কর্তৃপক্ষ। ভুল প্রশ্নের অভিযোগ খতিয়ে দেখে, চাকরিপ্রার্থীদের দ্রুত বাড়তি নম্বর দিতে হবে, SLST-র মামলায় SSC-কে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। ২০১৬-র চাকরির নিয়োগ পরীক্ষায়, মোট পাঁচটি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলেছেন মামলাকারীরা।


SLST-র মামলায় SSC-কে বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ


TET-এর পর, এবার SLST-তেও নম্বর বিতর্ক। হাইকোর্টে ফের অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন। SLST-তে ভুল প্রশ্নের মামলায়, অভিযোগ খতিয়ে দেখে চাকরিপ্রার্থীদের বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


২০১৪ সালের TET-এ, ২৭৩ জনকে বাড়তি ১ নম্বর দেওয়া নিয়ে বৈষম্যের অভিযোগে, সম্প্রতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রেক্ষাপটেই State Level Selection Test বা SLST-তে ভুল প্রশ্নের অভিযোগে, আদালতে অস্বস্তি বাড়ল স্কুল সার্ভিস কমিশনের। 

মামলাকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৬ সালে SLST-র মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই পরীক্ষায় মোট পাঁচটি প্রশ্ন ভুল ছিল। নবম ও দশমের প্রশ্ন নম্বর ৬ ও ৪০ এবং একাদশ-দ্বাদশে ১১, ১২ ও ২৩ নম্বর প্রশ্ন ভুল ছিল।   


আরও পড়ুন: Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনার থাবা, নতুন করে আক্রান্ত ১০ পড়ুয়া


এই অভিযোগে বাড়তি নম্বরের দাবিতে সম্প্রতি ২২ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা করেন। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন। যত দ্রুত সম্ভব, SSC-কে প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখতে হবে। অভিযোগ সত্য হলে বাড়তি নম্বর দিতে হবে।  মামলাকারী ও যাঁরা পরীক্ষায় ভুল প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করেছিলেন, তাঁদের প্রত্যেককে নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।


নিয়োগ দুর্নীতির মধ্যে SLST নিয়েও বিতর্ক


SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি ও নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই।  জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। স্কুল শিক্ষিকার চাকরি গিয়েছে তাঁর মেয়ের। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি অপসারিত হয়েছেন মানিক ভট্টাচার্য। এই পরিস্থিতিতে SLST-র নম্বর সমস্যা কতদিনে SSC মেটায়, সেটাই দেখার।