সন্দীপ সরকার, কলকাতা: ফের করোনার (Coronavirus) রক্তচক্ষু। কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ফের করোনার আতঙ্ক। নতুন করে আক্রান্ত হল কলেজের একাধিক পড়ুয়া।
কলকাতা মেডিক্যাল কলেজে করোনার থাবা
কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনার আতঙ্ক ছড়াল। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০জন ডাক্তারি পড়ুয়া। শুক্রবার করোনা পজিটিভ হয়েছিলেন ৪ জন।
আরও ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে শনিবার। কাল এমবিবিএসের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। আলাদা ঘরে বসে পরীক্ষা দেবেন করোনা পজিটিভরা পরীক্ষার্থীরা। বাকিদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে হলে প্রবেশের অনুমতি পাবেন। এমনটাই খবর মিলেছে সূত্র মারফত।
করোনা আতঙ্ক ক্রমশ চেপে বসছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২০২০ সালে যখন করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ে তখন একের পর এক ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। পরিস্থিতি সামাল দিতে অনেক হাসপাতালই কয়েকদিনের জন্য বন্ধ করে দিতে হচ্ছিল। কলকাতা মেডিক্যাল কলেজ তার ব্যতিক্রম নয়।
এবার সেই আতঙ্কই যেন ফিরে আসছে। পড়ুয়াদের হস্টেলে বসেছে করোনা থাবা। গত শুক্রবার চার পড়ুয়ার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর শনিবার আরও ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ এই মুহূর্তে মোট ১৪ জন ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত। গতকাল কলকাতা মেডিক্যাল কলেজেরই মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে ৩৫ জনের নমুনা পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জন পজিটিভ।
এই আবহে আগামিকাল তৃতীয় সিমেস্টারের পরীক্ষাও রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে করোনা পজিটিভ ছাত্রছাত্রীদের পৃথক ঘরে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়া যাঁরা যাঁরা পরীক্ষার হলে ঢুকতে চাইবেন তাঁদের জন্য হলের বাইরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা থাকবে। এরপর রিপোর্ট নেগেটিভ এলে তবেই হলে প্রবেশের অধিকার মিলবে। পজিটিভ এলে বসতে হবে পৃথক ঘরে।
আরও পড়ুন: Jadavpur Murder: মহিলা খুন করে উধাও লিভ ইন পার্টনার, দরজা ভেঙে উদ্ধার মৃতদেহ
এখনও পর্যন্ত করোনা আক্রান্ত প্রত্যেক পড়ুয়ারই মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁরা রয়েছেন কোয়ারান্টিনে। আরও বেশ কয়েকজনের উপসর্গ রয়েছে, তাঁদেরও টেস্ট করানোর কথা বলা হয়েছে। আজকে নতুন করে আক্রান্ত কত জানা যায়নি। সন্ধ্যায় রিপোর্ট আসবে বলে খবর হাসপাতাল সূত্রে।