কলকাতা: পঞ্চম শ্রেণিকেও প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন হাইকোর্টে (Calcutta High Court) জানালেন শিক্ষা দফতরের আইনজীবী। এই গোটা প্রক্রিয়া হবে পাঁচ দফায়। ২০২৫ সাল থেকে ২০২৯ সালের মধ্যেই গোটা প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে।
বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শিক্ষা দফতর হলফনামা দিয়ে জানিয়েছে, '২০২৫-২০২৯, পাঁচ দফায় সম্পূর্ণ হবে গোটা প্রক্রিয়া। প্রথম দফায় ২৩৩৫টি স্কুল, দ্বিতীয় দফায় ১৭৭৫টি স্কুল। তৃতীয় দফায় ২৯৬৬টি স্কুল, চতুর্থ দফায় ১২ হাজার স্কুল। পঞ্চম দফায় ১৩০৯৩টি স্কুলে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনা হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Calcutta High Court: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ, বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের