সৌভিক মজুমদার, কলকাতা: নরেন্দ্রপুর মামলায় বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য। প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন বলে প্রশ্ন তুললেন বিচারপতি। সব অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারবে বলে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। 


প্রশ্নের মুখে রাজ্য: নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডবের ঘটনায় হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আদালতে রাজ্য সরকারের আইনজীবীর সওয়াল, প্রধান শিক্ষক ছাড়া FIR-এ নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? রাজ্য সরকার জানায়, তিনি আগাম জামিনের আবেদন করেছেন। আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায়না? প্রশ্ন করেন বিচারপতি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, প্রধান শিক্ষককে ৩০ জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে। আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে বলে মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মাধ্যমিকের পর নরেন্দ্রপুর স্কুলের মামলায় ফের শুনানি।


কী ঘটেছিল নরেন্দ্রপুরের স্কুলে?


নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শনিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী ছিলেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা। টিচার্স রুমে বেধড়ক মার খান শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ করেন, ওইদিন সকাল ১১টা নাগাদ ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে পড়ে একদল বহিরাগত। অকথ্য গালিগালাজ, হুমকি দিতে দিতে তারা পৌঁছে যায় দোতলায় টিচার্স রুমে। এরপর শিক্ষক-শিক্ষিকাদের ওপর চড়াও হয় বহিরাগতরা। অভিযোগ স্কুলের নথি, বই-খাতা তছনছ করা হয়। ছবি তোলায় শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। শিক্ষকরা অভিযোগ করেন, তাণ্ডবের নেপথ্যে খোদ প্রধান শিক্ষকের মদত রয়েছে। কারণ, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁরা দীর্ঘদিন ধরেই সরব। এনিয়ে হাইকোর্টে মামলাও হয়। হামলার পর আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা গেট বন্ধ করে প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে স্কুলের মধ্যেই ছিলেন। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।


নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডব ও শিক্ষক নিগ্রহের ঘটনার গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল এফআইআরে নাম থাকা দুই মূল অভিযুক্তকে। নরেন্দ্রপুর থানা এলাকা থেকে অলোক নাড়ু ও মনিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ জন। ধৃত মনিজুর রহমান বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সদস্য় এবং অলোক নাড়ু বনহুগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: DA Agitation: DA ধর্নামঞ্চ খোলা নিয়ে বিতর্ক, রাজ্যের বিরুদ্ধে সরব সংগ্রামী যৌথ মঞ্চ