সুমন ঘরাই, আশাবুল হোসেন, কলকাতা : 'কোন আইনে এই বিজ্ঞপ্তি ? মহার্ঘ ভাতা দিলেই তো আর ঝামেলা হয় না', মহার্ঘ ভাতার (DA) দাবিতে বন্‍ধ, বদলির নির্দেশের বিরুদ্ধে মামলা শিক্ষকের। আর বন‍্ধে সামিল হওয়ায় বদলির নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ (Stay Order)। 'শোকজের নোটিস আর বদলির নোটিস, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত', ডোমজুড়ের শিক্ষকের করা মামলার ভিত্তিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। প্রসঙ্গত, বন‍্ধে সামিল হওয়ার পরেই ডোমজুড় থেকে আমতায় বদলি, চ্যালেঞ্জ করে মামলা হয়।


বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়া এক শিক্ষকের বদলি নিয়ে, এবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার (West Bengal Government)। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, ধর্মঘটে সামিল হলে কর্মজীবনে ছেদ পড়বে বলে বিজ্ঞপ্তি রাজ্য সরকার দেয় কী করে? অন্য়দিকে, এদিনই DA আন্দোলনকারীদের নিয়ে মুখ্য়মন্ত্রীর গলায় শোনা গেছে কার্যত হুঁশিয়ারির সুর।


বকেয়া ডিএ-র দাবিতে, বনধে অংশ নেওয়া শিক্ষকের বদলির নির্দেশ নিয়ে, রাজ্য় সরকারের দিকে কড়া প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সোমবার তিনি জানতে চান, বনধে সামিল হলে কর্মজীবনে ছেদ পড়বে, এই বিজ্ঞপ্তি রাজ্য সরকার কী করে দেয় ? এই বিজ্ঞপ্তি কোন আইনের বলে ? এমনকী, বিচারপতি গঙ্গোপাধ্য়ায় এদিন এও বলেন যে, DA দিয়ে দিন না, তাহলেই তো আর ঝামেলা হয় না।


কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যেদিন ডিএ সংক্রান্ত মামলায় এই পর্যবেক্ষণ দিল, সেদিনও DA আন্দোলন নিয়ে মুখ্য়মন্ত্রীর গলায় শোনা গেল কার্যত হুঁশিয়ারির সুর। এনিয়ে সিপিএমপন্থী কোঅর্ডিনেশন কমিটিকেও নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'এখনও পিএসসি থেকে সব জায়গায় কোঅর্ডিনেশন কমিটি দখল করে বসে আছে। আমাদের ছেলেরা কোথাও চাকরি পাচ্ছে না, সপ্তাহে দু-তিন করে অফিসের সব কাজ বাদ দিয়ে চার পাঁচ-ঘণ্টা করে যদি রাস্তায় মিছিল করে বেড়ান, তাহলে তো মানুষ পরিষেবা পাবে না। এটায় কী সার্ভিস রুল ব্রেক হচ্ছে না! মিছিল করতে কেউ না করেনি, অফিস টাইমের বাইরে করুন।'


আরও পড়ুন- এজলাস বদলের সঙ্গে জিজ্ঞাসাবাদের কি সম্পর্ক ? হাইকোর্টে অভিষেক-কুন্তল চিঠি মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার


আগামীদিনে সরকার এবং আন্দোলনকারীদের এই সংঘাতের জল কোনদিকে গড়ায়, সেটাই দেখার।


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি